• ঢাকা
  • রবিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  রবিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

বাংলাদেশ প্রথমবারের মতো বিদেশি বিল পরিশোধে নিজস্ব মুদ্রা ব্যবহার করে

সংবাদ দাতা হাবিব
Daily J.B 24 ; প্রকাশিত: বুধবার, ০৭ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৫৭ পিএম
বাংলাদেশ, বিদেশি ঋণ, নিজস্ব মুদ্রা , বাংলাদেশ ব্যাংক , চীন ,  এলিভেটেট এক্সপ্রেস

 

বাংলাদেশ প্রথমবারের মতো বিদেশি বিল পরিশোধে নিজস্ব মুদ্রা ব্যবহার করেছে।

 

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস প্রকল্পের ১৫ শতাংশ অর্থ চীনকে দিতে রাজি হয়েছে বাংলাদেশ সরকার।

বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আমরা তাদের (চীনকে) আমাদের মুদ্রার মাধ্যমে ঋণ পরিশোধ করতে রাজি করতে পেরেছি। তারা বাংলাদেশে টাকা খরচ করতে পারবে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তারা আমাদের প্রস্তাব গ্রহণ করেছে।

উল্লেখ্য, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার ৬৫৩ কোটি টাকা (১০২ মিলিয়ন মার্কিন ডলার)। মোট ব্যয়ের প্রায় ৮৫ শতাংশ অর্থায়ন করেছে চীন। সুদের হার ২ শতাংশ। বাংলাদেশ সরকারকে ২০ বছরে পর্যায়ক্রমে টাকা পরিশোধ করতে হবে।

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ