• ঢাকা
  • রবিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  রবিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

বাংলাদেশ যুবমৈত্রী'র সাভার উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
Daily J.B 24 ; প্রকাশিত: বুধবার, ২৫ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৩১ পিএম
যুব মৈত্রী, বিরুলিয়া, সাভার, যুব মৈত্রী কমিটি
সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, সাভার, ঢাকা:

বাংলাদেশ যুবমৈত্রী সাভার উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।


বুধবার (২৫ মে) বিকেলে ঢাকা জেলার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুরস্থ কুমারখুদার নতুন আবাসন (প্রজেক্টে) আয়োজিত বাংলাদেশ যুবমৈত্রীর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​​​​​​উক্ত আলোচনা সভা শেষে বাংলাদেশ যুবমৈত্রীর সাভার উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। 

ঢাকা মহানগর উত্তর যুবমৈত্রীর সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মীর ফিরোজ আলমের সভাপতিত্বে উক্ত  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সাবেক ছাত্রনেতা,  বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড মোতাসসিম বিল্লাহ সানী'র স্বাক্ষরিত সাভার  উপজেলা যুবমৈত্রীর কমিটি অনুমোদন দেয়া হয়। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবমৈত্রীর আদাবর থানার সহ সভাপতি আব্বাস ব্যাপারী ও পল্লবী থানা যুবমৈত্রীর সভাপতি কমরেড মেহেদী হাসান।  
উক্ত আলোচনা সভায় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, দূর্নীতি এবং মৌলবাদ-সাম্প্রদায়িক সহিংসতা রোধ করতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যুবকদের যুবমৈত্রীর পরিচ্ছন্ন রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান অতিথি কমরেড মোতাসসিম বিল্লাহ সানী। এসময়- বেকারত্ব দূরীকরণ, দ্রব্যমূল্যের বৃদ্ধি রুখতে, কৃষক-শ্রমিক-দিনমুজুর, খেটেখাওয়া মানুষের অধিকার আদায়ে এবং ছাত্র সমাজের দাবী আদায়ে সকল শ্রেণীপেশার নাগরিকদের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আন্দোলনে যোগ দেয়ার আহ্বানও জানানো হয়। 
পরে লেখক ও সাংবাদিক শাহীনুর ইসলাম নয়ন-কে আহ্বায়ক এবং হারুন মাল ও প্রদীপ পিটার কোরাইয়া-কে যৌথ ভাবে যুগ্ম আহ্বায়ক এবং শাহীন খাঁন, নিলয় রোজারিও, নিলুফা ইয়াসমিন, বাবলু হোসেন, জুলহাস, ডিকসন রোজারিও, আল-আমীন এবং তারেক-কে সদস্য হিসেবে ভোটের মাধ্যমে নির্বাচন করে  ১১ সদস্য বিশিষ্ট  বাংলাদেশ যুবমৈত্রীর সাভার উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।  


উক্ত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে সাবেক তুখোড় ছাত্রনেতা এবং যুবনেতা এ এইচ তুফান সহ আরও শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Daily J.B 24 / জয়বাংলা২৪ নিউজ ডেস্ক

বিভাগের জনপ্রিয় সংবাদ