• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বাইকারদের বিক্ষোভ - জোর করেই পার হতে চায় পদ্মা সেতু

অন লাইন নিউজ ডেস্ক
Daily J.B 24 ; প্রকাশিত: সোমবার, ২৭ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৩৮ এএম
পদ্মাসেতু , বাইকার বিক্ষোভ , বাংলাদেশ
ফাইল ছবি

পদ্মা সেতুতে প্রথম দিনে অসভ্য জাতির পরিচয় তুলে ধরে জন্ম দেয়া হয়েছা নানা মুখি অনিয়ম । ইতিমধ্যে ২ জন মোটর বাইক চালক মৃত্যু বরণ করেছে দুর্ঘটনায় । যার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোমবার থেকে সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সেতু বিভাগ। 

তবে নির্দেশনা উপেক্ষা করে বেশ কয়েকজন বাইকার জোর করে সেতু পার হওয়ার চেষ্টা করছেন। এমনকি সেতু পার হতে বিক্ষোভও করেছেন তারা।

সোমবার (২৭ জুন) সকালে মাওয়া টোল প্লাজায় তারা বিক্ষোভ প্রদর্শন করে । 

জানা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টোল প্লাজার সামনে মোটরসাইকেল বাড়তে থাকে। পুলিশের তাদেরকে চলে যেতে বললে কয়েকজন বাইকার জোর করে সেতু পার হওয়ার চেষ্টা করে। এ সময় তারা বিক্ষোভ করে টোল প্লাজা বন্ধ করে দেয়। যদিও পুলিশের তৎপরতায় তাদের সরিয়ে দেওয়ার পর গাড়ি চলাচল করছে।

বাইকাররা বলছেন, সেতুতে মোটরসাইকেল বন্ধের নির্দেশনা তারা জানতে না। অন্যদিকে ফেরিও বন্ধ। ফলে ওপারে যেতে পারছেন না তারা। তাদের দাবি, আমাদের টাকায় সেতু, আমরা যেতে পারবো না কেন? অনিয়ম করলে শাস্তি দিক, তাই বলে মোটরসাইকেল বন্ধের সিদ্ধান্ত অযৌক্তিক।

পুলিশ বলছে, ফেরি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ফেরি চালুর ব্যবস্থা করেছেন তারা।

এদিকে পদ্মা সেতুর খুলে দেওয়ার প্রথম দিনে (রোববার) ব্যাপক বিশৃঙ্খলায় দেখা দেয়। নিয়ম ভেঙে সেতুতে ছবি তোলা, টিকটক বানানো, নাটবল্টু খোলা, মূত্র বিসর্জন, টোল প্লাজার ব্যারিয়ার ভাঙন ও মালামাল-যন্ত্রপাতি চুরির মতো নানান ঘটনা ঘটেছে। এ ছাড়া মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে।

যারফলে নিয়ম মানাতে সোমবার ভোর ৬টা থেকেই সতর্ক অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ।

 

জেবি/পদ্মা সেতু 

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ