• ঢাকা
  • বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ;   ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

বাগেরহাটের মোরেলগঞ্জে পেশাদার নারী পকেটমার আটক

স্টাফ রিপোর্টার এসএম মোস্তাফিজুর রহমান লাকি
Daily J.B 24 ; প্রকাশিত: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:০২ এএম
বাগেরহাট,  মোরেলগঞ্জ,  পেশাদার,  নারী পকেটমার আটক

 

এক নারী পকেটমারকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ও ভুক্তভোগীরা। ঘটনাটি ঘটেছে বাগেরহাটের মোরেলগঞ্জে।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মোরেলগঞ্জ সতর বাজারের ফাস্ট সিকিরিটি ইসলামি ব্যাংকের নীচতলা থেকে যুথি বেগমকে (১৮) আটক করে স্থানীয় জনসাধারণ ও ভুক্তভোগীরা।

 

রুবি বেগম নামে এক নারীর ব্যাগের মধ্যে হাত দিয়ে নারী পকেটমার স্বর্ণালংকার ও অপর এক নারীর ভ্যানিটি ব্যাগ হাতিয়ে ১০ হাজার টাকা মেরে হাতেনাতে ধৃত হয়।

নারী পকেটমারের পরিচয় যুথি বেগম পিতাঃ সেলিম শেখ গ্রামঃ পূর্ব সরালিয়া থানাঃ মোরেলগঞ্জ, জেলাঃ বাগেরহাট, বলে জানা যায়।

 

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমানের সাথে কথা বলে জানা যায় যে, যুথি বেগম পেশাদার একজন পকেটমার। তাকে হাতেনাতে ধরার জন্য পুলিশও আগে থেকেই তৎপর ছিলো। আজ সে লাকিলি ধরা পড়েছে। এ ঘটনায় রুবি বেগম বাদি হয়ে মামলা দায়ের করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ