• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বাগেরহাট, মোরেলগঞ্জ পৌরসভার প্রধান সড়ক সহ লোকালয় উপচে পড়া জোয়ারে পানিতে থৈথৈ

স্টাফ রিপোর্টার এসএম মোস্তাফিজুর রহমান লাকি
Daily J.B 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:১১ পিএম
বাগেরহাট, মোরেলগঞ্জে , পৌরসভা , লোকালয় , জোয়ারের পানি

 

বাগেরহাট মোরেলগঞ্জ পৌরসভায় পূর্ণিমা তিথির প্রভাবে স্বাভাবিকের চেয়ে জোয়ারের জল বৃদ্ধি পাওয়ায় বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। মোরলগঞ্জ সদর বাজারসহ পৌরসভার কুঠিবাড়ি,বারইখালী,ফেরিঘাট লঞ্চঘাট,কলেজ রোডের রাস্তা ডুবে জল ঢুকছে শহরের মধ্যে। 


ফলে ১, ২, ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডের বহু পরিবার জলবন্দি হয়ে পড়েছে।  ফেরিঘাট থেকে পুরনো থানা ঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার বিভিন্ন স্থানে ভেঙ্গে জল ঢুকতে শুরু করেছে।


ভাঙ্গনের মুখে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ফেরিঘাট। ২নং ওয়ার্ডের কমপক্ষে দুই শতাধিক পরিবারের যাতায়াতের কোনো ব্যবস্থা নেই বলে জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর মো. শাহিন শেখ, আমাদের Joybangla24.live এর প্রতিনিধিকে।

Joybangla24.live এর প্রতিনিধি জানান যে,
পানগুছি নদীর তীরবর্তী এ শহরটি রক্ষার জন্য বেড়িবাঁধ নেই। ফলে মূল শহরের লঞ্চঘাট, সরকারি বালিকা বিদ্যালয় রোড, কেজি মাধ্যমিক বালিকা বিদ্যালয় রোড, কলেজ রোড, কাপুড়িয়াপট্টিসহ বেশ কিছু সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি জোয়ারের জলে প্লাবিত হয়েছে।


পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে দিনে-রাতে দুইবার মোরেলগঞ্জ পৌরশহর ও উপজেলার ৬টি ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়। 

উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগী বলেন, জোয়ার-ভাটায় এলাকায় ফসলি জমির ক্ষতির সম্ভাবনা নেই। পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার বলেন, স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা অনেক বেশী দেখা যাচ্ছে। রাস্তা ভেঙ্গে জল প্রবেশ করায় নদীর তীরবর্তী বারইখালী গ্রামের কিছু পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এ ব্যাপারে পৌরসভা কতৃপক্ষ সতর্ক দৃষ্টি রেখেছে, এরচে অবস্থা বেশি নাজুক হলে ব্যবস্থা নেয়া হবে। 


রাস্তা কয়েকবার সংস্কার করেও কোনো কাজ হয়নি। টেকসই বেড়িবাঁধ ছাড়া এ সমস্যার সমাধান হবে না বলে জানান তিনি।

মোরেলগঞ্জ পৌরসভার সম্মানিত নাগরিকদের প্রাণের দাবী মোরেলগঞ্জ শহর ও পৌরসভা বাঁচাতে যেন সরকার দ্রুত টেকসই ভেরি বাঁধ নির্মান করার পরিকল্পনা করেন।

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ