• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বাধাল মোরেলগঞ্জে উল্টো রথযাত্রা উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে আজ।

স্টাফ রিপোর্টার এসএম মোস্তাফিজুর রহমান লাকি
Daily J.B 24 ; প্রকাশিত: শনিবার, ০৯ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৫৯ পিএম
রথযাত্রা , মোরেলগঞ্জ , বাগের হাট , খুলনা

 

আজ শনিবার  বেলা ১২টায় বনগ্রাম ইউনিয়নের বলভদ্রপুর শ্রী শ্রী রাধাগোবিন্দ্র মন্দিরের আয়োজনে সনাতন ধর্মাবম্বী শত শত নারী পুরুষ ভক্তবৃন্দ নানা বর্নের আকারে শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ সহকারে এ রথযাত্রায় অংশ নেয়।

শোভাযাত্রাটি বাঁধাল বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গনে শেষ হয়।

এ বার্নাঢ্য শোভাযাত্রায় নের্তৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সদস্য বনগ্রাম ইউপি চেয়ারম্যান রিপন চন্দ্র দাস। 

এর পূর্বে মোরেলগঞ্জ কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী হরিসভা মন্দির থেকেও একটি শোভাযাত্রা বের হয়।

‘রথোপরি বামন বা জগন্নাথকে দেখতে পেলে জীবের আর পুনর্জন্ম হয় না’-শাস্ত্রমতে এমন বিশ্বাসকে মনে ধারণ করে রথযাত্রা তিথি উদযাপনে অংশ নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বী ভক্তরা।

মোরেলগঞ্জে এমন উন্মুক্তভাবে বিনা বাঁধায় শান্তিপূর্ণভাবে সনাতনধর্মীরা উল্টো রথযাত্রা বর্ণাঢ্যভাবে করতে পারায় বেশ স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয় প্রশাসনের নজর তারা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছেন।

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ