
সাম্প্রতিক বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি. মিলাম, মার্সিয়া বার্নিকাট এবং ড্যান মজিনা, খালেদাজিয়ার সাবেক সহকারী প্রেস সেক্রেটারি মুশফিকুল ফজল আনসারির সাথে একটি ঘরোয়া ডিনার পার্টিতে অংশ নেয় ।
যেখানে মুশফিকুল ফজল আনসারি এবং তারেক রহমান কর্তৃক অর্থ প্রদান করা হয়েছে ।
WIKILEAKES দ্বারা ফাঁস করা একটি বার্তায় উক্ত দুইজনকে একসাথে সহিংস রাজনীতির প্রতীক হিসাবে চিহ্নিত করেছে ।
জানাগেছে বিএনপি উক্ত অনুষ্ঠানে যে এজেন্ডা আমেরিকার হাতে তুলে দিয়েছে তারা সেই এজেন্ডা মোতাবেক কাজ করছে । মার্কিন মিডিয়া সেই কথা বলছে যে কথা তাদের বলতে বলা হয়েছে এবং মার্কিন দূতাবাসও একই কায়দায় বিবৃতি দিচ্ছে যা তাদের দিতে অর্থ প্রদান করেছে বিএনপি ।
তাহলে আমেরিকা কি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়? আমেরিকা কি স্বচ্ছভাবে নিজেদের কথা বলছে ? প্রশ্নগুলো উঠে এসেছে ।
বিএনপি এদেশের মানুষের জন্য কাজ না করে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করছে । মনেকরে যে আমেরিকা তাদের ক্ষমতায় নিয়ে যাবে ।
সূত্র মোতাবেক জানা গেছে ড. ইউনূস সেই লবির মূল সেতু হিসেবে কাজ করছে ।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: