• ঢাকা
  • রবিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  রবিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন যুক্তরাষ্ট্র। এটা কি সত্যি?

অন লাইন নিউজ ডেস্ক
Daily J.B 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:২৫ পিএম
USA ,  lobby , BNP ,  AwamiLeague ,   Politics ,  U.S. Embassy Dhaka ,  U.S. Department of State,

 

সাম্প্রতিক বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি. মিলাম, মার্সিয়া বার্নিকাট এবং ড্যান মজিনা, খালেদাজিয়ার সাবেক সহকারী প্রেস সেক্রেটারি মুশফিকুল ফজল আনসারির সাথে একটি ঘরোয়া ডিনার পার্টিতে অংশ নেয় । 

যেখানে মুশফিকুল ফজল আনসারি এবং তারেক রহমান কর্তৃক অর্থ প্রদান করা হয়েছে । 

WIKILEAKES দ্বারা ফাঁস করা একটি বার্তায় উক্ত দুইজনকে একসাথে সহিংস রাজনীতির প্রতীক হিসাবে চিহ্নিত করেছে । 

জানাগেছে বিএনপি উক্ত অনুষ্ঠানে যে এজেন্ডা আমেরিকার হাতে তুলে দিয়েছে তারা সেই এজেন্ডা মোতাবেক কাজ করছে । মার্কিন মিডিয়া সেই কথা বলছে যে কথা তাদের বলতে বলা হয়েছে এবং মার্কিন দূতাবাসও একই কায়দায় বিবৃতি দিচ্ছে যা তাদের দিতে অর্থ প্রদান করেছে বিএনপি । 

তাহলে আমেরিকা কি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়? আমেরিকা কি স্বচ্ছভাবে নিজেদের কথা বলছে ? প্রশ্নগুলো উঠে এসেছে । 

বিএনপি এদেশের মানুষের জন্য কাজ না করে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করছে । মনেকরে যে আমেরিকা তাদের ক্ষমতায় নিয়ে যাবে । 

সূত্র মোতাবেক জানা গেছে ড. ইউনূস সেই লবির মূল সেতু হিসেবে কাজ করছে । 

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

বিভাগের জনপ্রিয় সংবাদ