
অতি দ্রুত সময়ের মধ্যে #হেফাজত, #জামা**য়াত সহ বিভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং #মাদ্রাসায় অতি কৌশলী #কট্টরপন্থী #মৌলবাদে বিশ্বাসী সৈনিক বাহিনী, #আয়ুব_ খানের তৈরি NSF ছাত্রসংগঠনের মতো ভিতরে ভিতরে তৈরি হওয়া ছাত্র সংগঠন যার পরিচালনায় #নুরু, কিছু বাম সংগঠন নিয়ে #বিএনপি তাদের আন্দোলনের মূলপর্বে নেমেযাবে বলেই আমার ধারণা ।
১০ ডিসেম্বর বিএনপি আন্দোলনের যে আকর্ষণীয় ঘোষণার কথা ইশারায় বুঝিয়েছে সেটার মূল রেখাপাত এটাই। এ ছাড়া তাদের হাতে আর কিছুই বলার নেই।
আমার ধারণা বাংলাদেশে যতো মাদ্রাসা আছে, তাদের খাতায় নাম লিপিবদ্ধ করা মোট ছাত্র ও ছাত্রীর সংখ্যা সরকারের জানানেই। সেই সুবাধে অনিবন্ধিত ছাত্র ও ছাত্রী সংখ্যা সেখানে কতো সেটাও জানা নেই। #মাননীয়_প্রধানমন্ত্রীর চারপাশে বসে থাকা ডাবল স্ট্যান্ডার্ড ব্যাক্তিগণ সেই রাখেনি অর্থাৎ বিষয়টি চেপে গিয়েছে বলেই মনে হয়।
আত্মবিশ্বাস থাকা ভালো, তবে আওয়ামীলীগের অতিরিক্ত আত্মবিশ্বাস বিভিন্ন হিংস্র জ্ঞাপগুলো তৈরি করে যার কোন তথ্য #মাননীয়_প্রধানমন্ত্রী বরাবর যায়না।
এই সুযোগে রাস্তায় কে কোন ভাবে কোন দিন দিয়ে রাস্তায় আসবে সেটা অনুধাবন করা কষ্টের হয়ে যেতে পারে।
#বিএনপি এই মুহুর্তে ১০ ডিসেম্বর নিয়ে নরম কথা বললেও - পিছনের দরজায় সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য রেডি বলেই মনে করি।
কি ভাবছেন? হাতে কিন্তু সময় নেই। এই মুহুর্তে সবচেয়ে বেশি রিল্যাক্স মুডে আছে, আওয়ামীলীগের কোলের মধ্যে বসে যারা #শেখ_হাসিনার ক্ষতির জন্য কাজ করেছে। কারন তারা জানে তাদের কাজ শেষ। এখন মাঠ দখলে দরকার সশস্ত্র সন্ত্রাসী। ১০ ডিসেম্বর তেমন একটা ডেট লাইন। তবে কেন যেন মনে হচ্ছে, ১০ ডিসেম্বরে সরকারের প্রস্তুতি দেখে বিএনপি চূড়ান্ত আন্দোলন শুরু বা আরো কিছুদিন পিছনে নিয়ে যাবার জন্য পদক্ষেপ নেবে।
তবে আগে পরে যাই হোক - উল্লেখিত দল সমূহকে মোকাবেলা করতেই হবে। সেটা ছাড়া আওয়ামীলীগের আর কোন উপায় আছে বলে মনে করিনা। আরও একটা রক্তের খেলায় মেতে উঠবে বাংলাদেশ।
#বিএনপি #আন্দোলনের মূল কাঠামো #শ্রীলঙ্কার কৌশল নির্ভর। জনগনকে #গণভবন, #বঙ্গভবনের সীমানার মধ্যে প্রবেশ করানো।
#police #AwamiLeague #BNP #nsi #cid #DGFI #Rab
মোঃ তৈমুর মল্লিক
Daily J.B 24 / জয় বাংলা২৪ নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: