• ঢাকা
  • বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ;   ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

বিএনপি'র ম্যাডাম যা ইচ্ছা তা বলতেই পারে কিন্তু শেখ হাসিনা বলবে কেন?

Sheikh Saifuzzaman
Daily J.B 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:১২ পিএম
বিএনপি, আওয়ামিলীগ, শেখ হাসিনা, বিএনপি

শেখের বেটির এত্ত বড় সাহস একজন সামরিক শাসকের বেগমকে পদ্মার জলে চুবাতে চায়, পদ্মা সেতু কি শেখ হাসিনার বাপের টাকায় হয়েছে যে, শেখ হাসিনা বেনপির ম্যাডামকে পদ্মার জলে চুবানোর কথা বলে। বেনপির ম্যাডাম যা ইচ্ছা তা বলতেই পারে কিন্তু শেখ হাসিনা বলবে কেন?

বেনপি ম্যাডামের ইচ্ছা হয়েছে বলেছে, “আওয়ামী লীগের আমলে পদ্মা সেতু হবে না, তাঁরা ক্ষমতায় এলে দু-দুটো পদ্মা সেতু বানাবে, তারা হাসিনার দূর্নীতির অপবাদ দিয়ে বিশ্ব ব্যাংকে অর্থ দিতে বারন করবে, উএসআ-কে ডেকে আনবে, পদ্মা সেতু তৈরীতে ইউনুসকে বাঁধা দিতে লাগিয়ে দিবে, ১৫-ই আগস্টসহ আরও ৫টা কেন ১০ টা জন্মদিন করবে, শেখ হাসিনাসহ দলের নেতাদের লুলা-ল্যংড়া বানাবে, মুজিবের খুনীদের পুরস্কার করবে, ২১-শে আগস্ট গ্রেনেড হামলা ঘটাবে, আগুন সন্ত্রস করবে…”  তাতে শেখ হাসিনার কি? দেশ কি তাঁর বাপ আর আওয়ামী লীগ একা স্বাধীন করেছে? এদেশ স্বাধীন করেছে জনগন। সুতারং হাসিনা একথা বলার কে? বেগম সাহেবার যা ইচ্ছা তাই বলতে পারে, হাসিনা বলার কে? ….

এমন বক্তব্য শুধু বেনপির ফখরুল সাহেবের নয়, এমন বক্তব্য স্বাধীনতা বিরোধী ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী ও বেনপি দলের অন্ধ সমর্থকদের ও অন্যান্য স্বাধীনতা বিরোধীদের। বিশ্বের অন্য সব দেশের উন্নয়ন কি কারো পৈতৃক টাকায় বাস্তবায়ন করে? ফখরুল সাহেবদের সমস্যা হলো এত বাঁধা বিপত্তির পরও পদ্মা সেতু শেখের বেটি করে ফেললো? শত চেষ্টা করেও যারা পদ্মা সেতুর বাস্তবায়ন আটকাতে পারেনি, সে কারনেই তারা ঈর্ষান্বিত হবে এটাই তো স্বাভাবিক এবং এই জন্য সারা অঙ্গেই তাদের আগুনের উত্তাপ। সুতারং জগতে অনেক বস্তুই আছে যাকে ত্যাগ করে কাজে নামতে পারলেই দুঃসাধ্য সাধন করা যায়। যেমন; এই ধুরুন…

আমেরিকা যখন স্বাধীনতার জন্য লড়াই করে তখন দেশের অর্ধেকের বেশি লোকই তো ইংরেজদের পক্ষে ছিল, আয়ারল্যান্ডের মুক্তিযক্ষে ক’জন যোগ দিয়েছিল, বলশেভিকদের আন্দলনে দেশের লোকসংখ্যার অনুপাতে শতভাগের ১ ভাগও নয়, তাই বলে কি সব থেমে ছিল? স্বাধীনতার মত পদ্মা সেতুও তেমনি করে থেমে থাকে নাই কিন্তু উনারা এসব বুঝেও বুঝেন না।

ফখরুল সাবদের সবচেয়ে বড় সমস্যা শেখ হাসিনার ভাল কাজকেও তারা স্বীকার করতে চায় না। এই না চাওয়ার কারনেই বেনপি জনগনকে পাশে পায় না। আরে বাবা যেটা সত্য সেটা তো স্বীকার কর! এই সত্যকে স্বীকার না করার কারনেই বেনপির আন্দলনের সবচেয়ে বড় ব্যার্থতা। তাই বঙ্গবন্ধুর কন্যাকে বলি যে, স্বাধীনতার বিরোধিতা করেও যে দেশের স্বাধীনতা তারা থামাতে পারে নাই, অন্য কোন উন্নয়ন তারা থামাবে কি করে? অন্তরে জ্বলে জ্বলুক, দেশ এগিয়ে যাক্, জনগন সুবিধা পাক! জয় বাংলা।

 

by Sheikh Saifuzzaman

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ