• ঢাকা
  • রবিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  রবিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

বিএনপি ও পুলিশ সংঘর্ষে কেন মির্জা ফকরুল হুকুমের আসামী নয় ? সন্তান নির্বোধ হলেও মা ও বাবা আপনারা?

তৈমুর মল্লিক
Daily J.B 24 ; প্রকাশিত: রবিবার, ৩১ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:৪৮ পিএম
বিএনপি, পুলিশ,  সংঘর্ষ,  মির্জা ফকরুল,  ভোলা, আওয়ামীলীগ
ফাইল ছবি

 

"চলমান লোডশেডিং এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে গত ২৬ জুলাই সারা দেশে তিন দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।"


এই ঘটয়ায় - ১ জন নিহত, আহতের হিসাবটা ভিন্ন ভিন্ন । 

প্রথমেই মা ও বাবাকে বলি, আপনার সন্তান নির্বোধ হলেও, আপনারতো নির্বোধ নন । বর্তমান বৈশ্বিক পেক্ষাপট আপনারা কম বেশি জানেন, বাংলাদেশ এই বিশ্বের বাইরের কোন বলয় নয় । আর তাই বৈশ্বিক বিপর্যয়ের ছোঁয়া বাংলাদেশে আসবে এটাই স্বাভাবিক । 

আর আপনারা কিনা সন্তান ঠেলে দিয়েছেন পাকিস্তানের সংগঠন বিএনপির ঘরে ? যারা নিজের দেশের মাজায় গামছা বেঁধে শ্রীলংকার দিকে টেনে নিয়ে যেতেীমন কোন চেষ্টা নেই যা করছে না । এখন সন্তানের লাশের ভারে কেন কাঁদছেন? এই কান্না কুমিরের কান্না নয়কি ? 

পুলিশ দেশের শান্তি শৃঙ্খলা ধরে রাখার মুল হাতিয়ার । সাংবিধানিক ভাবে তারা দায়বদ্ধ । পবিত্র কোরান স্পর্শ করে , বাইবেল, ত্রিপিটক স্পর্শ করে তারা দেশের প্রতি দায় বদ্ধতার অঙ্গিকার করে প্রশিক্ষন শেষ করে । সুতারং তারা সেই দায়িত্ব পালন করবেই । 

যৌক্তিক কোন বিষয় হলে , সারাদেশের সমর্থন আন্দোলনকারীদের পক্ষে যায় । কিন্তু মির্জা ফকরুল নামক রাজাকার বংশধর "চলমান লোডশেডিং এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার কথা বলে বাংলাদেশকে শ্রীলংকার মতো আন্দোলনে নামিয়ে আনতে গুজব , মিথ্যা, অপপ্রচার সহ পশ্চিমা বাবাদের ইন্দন ও পাকিস্তানের  এজেন্ডা বাস্তবায়নের করার জন্য উঠে পড়ে লেগেছে । 


আর আপনি বাবা ও মা হয়ে সন্তানকে ঠেলে দিচ্ছেন লাশ হবার জন্য ? 


অনেক বার বলেছি, নিজের সন্তানকে নিজের আঁচলে বাধুন । লন্ডনে বসে মাফিয়া ডন হুকুম দেবে, আর সেই হুকুমে আপনার সন্তান লাশ হবে সেটা যদি মেনে নেন, সেখানে বলার কিছুই নেই ।

 
পুলিশের দোষ দিয়ে লাভ নেই - একটি স্থিতিশীল রাষ্ট্রকে , অস্থিশীল করতে অযৌক্তিক দাবি নিয়ে মাঠ গরম করবেন, দেশকে নিয়ে যেতে চাইবেন সেই তলা বিহিন ঝুড়িতে , আর সেটা পুলিশ বসে বসে দেখবে , সেটা মনে হয় ভাবা বোকামি। 
আপনি পুলিশ আহত করবেন - রাজাকারের কথায় , পারলে নিহত করবেন, আর পুলিশ বিড়ি টানবে সেটা কিভাবে হয় । 


আমি গতকাল বলেছিলাম, আমি কেন যেন একটা ইংগিত পাচ্ছি , আজ সেটা বাস্তব হলো । হুমকি ধামকি যাই দেন - সময় ভালো যাবে না এটা বলতে পারি । যতটুকু ঘটেছে - এই ঘটনার জন্য মির্জা ফকরুল কেন হুকুমের আসামী হবে না সেটাই প্রশ্ন ।

কারণ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।"

 


 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

বিভাগের জনপ্রিয় সংবাদ