
জ্বালানি তেলের গবেষনায় অক্সফোর্ড, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় সব ফেল বাংলাদেশি ফেজবুকের কাছে ।
যাইহোক - কষ্ট সবার হচ্ছে, ভোক্তা হিসাবে কষ্টের বাইরে কেউ নয় । তাই বলে গবেষনা করে যারা জ্বালানির মূল্য ৭০ টাকার মধ্যেই সম্ভব বলে প্রচার করছেন তাদের গুরু কারা সেতো জানাই আছে। তার পরেও বলবো - নিচের প্রশ্নগুলোর উত্তর জেনে প্রচারে নামুন । অন্তত নিজেকে নিজে ভাঁড় মনে হবে না ।
কত সহজ না বিশেষজ্ঞ হওয়া ? বাসদ এর এক ভাঁড় ও বিএনপি'র ৮ পাস সার্টিফিকেট দিয়ে ঐকিক নিয়মে এমন সরল অংক করে দিলেন, আপনিও সেটা দেখেই মোহা খুশি । ভাবছেন, তাইতো - তাহলে সরকার কেন এত দাম বাড়ালো ?
ভাই কষ্ট সবার হচ্ছে , আমারও , আপনারাও । তাই বলে ঐকিক নিয়মে খুশি হবেন ?
বাসদের ভাঁড় ও বিএনপি'র ৮ পাস সার্টিফিকেট কে জিজ্ঞাসা করুণ -
১। বাংলাদেশ মোট চাহিদার অপরিশোধিত জ্বালানি আমদানি করে কত মেট্রিক টন ?
২। মোট চাহিদার পরিশোধিত জ্বালানি আমদানি করে কত মেট্রিক টন ?
সম্পূরক প্রশ্ন _ কেন পরিশোধিত জ্বালানি আমদানি করে ? অপরিশোধিত জ্বালানি কেন সব আমদানি করে না ?
৩। উনার হিসাবে আর কি কি খরচ - ব্যারেল প্রতি জ্বালানি (পরিশোধিত) যোগ হবে ? শুধু কি #ভ্যাট আর #পরিবহন খরচ ?
৪। অপরিশোধিত জ্বালানির ক্ষেত্রে - যদি ১ ব্যারেল আমদানি করে বা নিজের দেশেই গ্যাস ক্ষেত্র থেকে আসে , তাহলে সেই ১ ব্যারেল অপরিশোধিত জ্বালানি দিয়ে কত পরিমান পরিশোধিত জ্বালানি বের হয় ? ১ ব্যারেল ? নাকি হাফ ব্যারেল ? নাকি ৪ ভাগের ১ ভাগ? নাকি ৩ ভাগের ১ ভাগ ?
৫। অপরিশোধিত (ক্রুড ওয়েল) এর ক্ষেত্রে পরিশোধন করে পরিশোধিত জ্বালানি বের করতে আর কি কি ব্যয় হয় ? শুধু কি পরিবহন আর ভ্যাট ?
৬। দেশে ব্যাবহৃত মোট ডিজেলের কত শতাংশ ক্রুড ওয়েল থেকে হয় ?
আপাতত এই প্রশ্নগুলো জানলেই চলবে - তাহলে অন্তত নিজেকে ভাঁড় ভাবতে হবে না ।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: