
কথায় আছে ভিক্ষুক বলে, দে লাথি- টাকা যা লাগে আমি দেব। আবার বিজ্ঞান বলে শব্দের গতি হতে আলোর গতি অনেক বেশি। আসলে বিএনপি নিজেই প্রকাশ করে দিয়েছে তাদের সাথে খালেদা জিয়া, তারেক রহমানের কোন সম্পর্ক নেই। অর্থাৎ বাংলাদেশে বিএনপি নামক পাকিস্তান সংগঠন খালেদা জিয়া ও তারেক রহমান মুক্ত হয়ে নতুন বিএনপি রূপে শেখ হাসিনা সরকারের অধিনেই নির্বাচনে অংশ নেবে।
বিএনপি তাদের একটি আইএসআই ও সিআইএ এজেন্টদের বৈঠকে বলেছে, "শেখ হাসিনাকে বাদ দিয়েই নির্বাচন হবে"।
এই বক্তব্যে আমি ২ ধরনের সংকেত পাই।
১। খালেদা জিয়া ও তারেক রহমান মুক্ত বিএনপি শেখ হাসিনা সরকারের অধিনেই নির্বাচনে আসবে। তাদের অস্তিত্ব ধরে রাখতে এর বিকল্প নেই।
২। শেখ_হাসিনার প্রাণ নাশের হুমকি। বিএনপি নিশ্চিত এমন কোন বিষয় সংগঠিত হবার সকল পর্যায়ে প্রস্তুতি সম্পন্ন।
শেখ হাসিনাকে বাদ দিয়ে নির্বাচন। কথাটার মধ্যে অবশ্যই গন্ধ রয়েছে। বিএনপি তার নিজের দলে কি করবে তাদের ব্যাপার। তবে শেখ হাসিনাতো তাদের দলের কেউ নয়। তিনি সরকার প্রধান। তাকে বাদ দিয়ে নির্বাচন এই বক্তব্য দেবার কোন অধিকার বিএনপির থাকার কথা নয়। এটা যেমন কোন অশুভ ইঙ্গিত দেয়, তেমনি অবশ্যই সংবিধান পরিপন্থি।
বিষয়টি গভীর ভাবনার একটি বিষয়। কারন এই জাতীয় বক্তব্য বিএনপি আগে কখনো দিয়েছে বলে আমি মনে করতে পারছিনা।
যে ব্যাক্তি সরকার প্রধান, যে ব্যাক্তি অন্য দলের সভাপতি, যে ব্যাক্তি দেশকে আলোর দিকে টেনে এনেছে, সেই ব্যাক্তির বিরুদ্ধে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির মতো, পাকিস্তান কোন সংগঠন এই বক্তব্য প্রদান করবে সেটা অকল্পনীয়।
বাংলাদেশ সরকার কি ইতিহাস থেকে শিক্ষা নেয়নি? এই জাতীয় সাপ রাস্তায় ছেড়ে রেখে আপনারা কি প্রমাণ করতে চাইছেন বুঝতে পারছিনা। এমন বক্তব্যের পরেও যদি তাদের ঘাড় ধরে এনে জিজ্ঞাসা না করা হয়, তাহলে আপনাদের মধ্যে আর নবাব সিরাজদৌলার মধ্যে কোন পার্থক্য নেই।
নবাব ইস্ট-ইন্ডিয়াকে প্রশ্রয় দিয়ে যে ভুল করেছিলো, আপনারা একই কাজ করছেন। নিজের হাতে নিজেদের বিপদ ডেকে আনছেন।
সারাংশ এটাই - শেখ হাসিনা আলোর গতি নিয়ে এগিয়ে চলেছে, অন্যদিকে বিএনপি ও তার মিত্ররা শব্দের গতিতে পথ রোধ করতে চাইছে । বিজ্ঞান ব্যখ্যায় আলোর গতিকে রোধ করার ক্ষমতা শব্দের গতির নেই । কিন্তু শব্দের গতি যখন আলোর গতির সাথে সহ অবস্থান করে , তখন ফ্রিকোয়েন্সির তারতম্যতো হতেই পারে । নয়কি ?
আমরা শুধু বলতে পারি, লিখতে পারি। এরচেয়ে বেশি কিছু নয়।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: