• ঢাকা
  • রবিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  রবিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

বিএনপি-জামায়াতের দুর্নীতি: শূন্য থেকে শত কোটির মালিক আমানউল্লাহ আমান 

অন লাইন নিউজ ডেস্ক
Daily J.B 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:৫৮ পিএম
সন্ত্রাস, লুটপাট, দুর্নীতি, বিএনপি, আমানউল্লাহ আমান


 

এটাই বিএনপির Take Back Bangladesh!
একবার চিন্তা করুন, বাংলাদেশে কোন যায়গায় নিয়ে যেতে চায় বিএনপি?

২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়, প্রথমে স্বাস্থ্য এবং পরে শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী ছিল আমান উল্লাহ আমান। প্রভাব খাটিয়ে এই সময়ের মধ্যে শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয় এই বিএনপি নেতা। কয়েক হাজার শতক জমি দখল করে সে এই অল্প সময়ে। তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি দমন কমিশন তার ৩২টি ফ্লাটের হদিস পায় ঢাকার অভিজাত এলাকায়। 

 

২০০৭ সালের নভেম্বরে প্রকাশিত গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে সাবেক এই ছাত্রদল নেতার সীমাহীন দুর্নীতির চিত্র। স্থানীয়রা জানান, কেরানীগঞ্জের এক কৃষক পরিবারে জন্ম আমানের। পারিবারিক সূত্রে কোনো সম্পদ ছিল না তার। কিন্তু বিএনপির দুই মেয়াদে মন্ত্রী হওয়ার পর ঢাকা ও ঢাকার বাইরে কয়েক হাজার শতক জমি দখল করে সে। এসব জমি নিজের ও স্ত্রী সাবেরা আমানের নামে দলিল করে নেয় আমান। 

দুদক জানায়, এছাড়াও গুলশানে ৬ কাঠা জমির ওপর ৬ তরা বাসা, কেরানীগঞ্জে ৪ একর ৭৬ শতাংশ জমির ওপর বাড়ি,  মানিকগঞ্জসহ মোট ৫০১ শতক জমির মালিকানা সম্পদ হিসেবে দেখিয়েছে সে। কিন্তু এর বাইরে আরও প্রায় দেড় হাজার শতক জমির তথ্য উদ্ধার করে দুদক। তার স্ত্রীর কোনো আয় না থাকলেও মিরপুরে ১০ শতক জমির ওপর ৬ তলা আলিশান বাড়ি, বনানীতে ৪ কাঠা জমির ওপর ৩ তলা বাড়ি, কেরানীগঞ্জে ৫০২ শতক জমির ওপর বহুতল ভবন, এবং কেরানীগঞ্জে আরেও ৬৬০ শহক জমির পাওয়া যায় আমানের স্ত্রীর নামে। 

 

এমনকি সাভারের জমি, ঢাকার পেট্টোল পাম্প, গার্মেন্টসসহ অনেক ব্যবসা প্রতিষ্ঠানও গড়ে তোলে আমান ও তার স্ত্রী। এভাবেই দেশকে দুর্নীতি ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন করে বিএনপি-জামায়াত সরকার। সীমাহীন লুটপাটে ভেঙে পড়ে দেশের অর্থনীতি।

 

 

#BNP #Jamaat #TakeBackBangladesh #Oppression2001_2006 #বিএনপি #বিএনপিজামাত #BNP #BNPJamaat #Bangladesh #বাংলাদেশ #রাজনীতি #Politics #সন্ত্রাস #লুটপাট #নির্যাতন #দুর্নীতি #আমানউল্লাহআমান #খালেদাজিয়া #তারেকজিয়া #তারেকরহমান

 

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

বিভাগের জনপ্রিয় সংবাদ