• ঢাকা
  • বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ;   ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

বিজ্ঞ আদালতের নির্দেশে মোরেলগঞ্জ এসিল্যান্ড কতৃক উচ্ছেদ হলো বসতঘর

স্টাফ রিপোর্টার এসএম মোস্তাফিজুর রহমান লাকি
Daily J.B 24 ; প্রকাশিত: বুধবার, ২৭ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:২৫ পিএম
বিজ্ঞ আদালত,  মোরেলগঞ্জ ,  এসিল্যান্ড ,উচ্ছেদ  বসতঘর ,
ফাইল ছবি

 

বিজ্ঞ আদালতের নির্দেশে সরকারি জমি থেকে একটি বসতঘর উচ্ছেদ করলেন সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেক।

মঙ্গলবার বিকেলে মোরেলগঞ্জে জিউধরা ইউনিয়নে পাথুরিয়া গ্রামে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।


জানা যায় যে, সরকারি সম্পত্তিতে ভিপি লীজ জমিতে ডিসিআর না কেটে জোরপূর্বক ১ একর জমিতে জনৈক আবুল বাশার শেখ বেদখল করে বসতঘর ও মৎস্য চাষ করে আসছিলো দীর্ঘদিন।  এ ঘটনায় ঐ জমির ডিসিআর প্রাপ্ত মোশারক হোসেন ফরাজীকে বিবাদী করে আবুল বাশার বাদি হয়ে বাগেরহাট বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত মিস কেস ৪০৬/২০২২ দায়ের করেছিলেন।

এই মামলায় বিজ্ঞ আদালতের বিচারক মো. হাফিজ আল-আসাদ মামলাটির বিচার সম্পন্ন করে ১২ জুলাই এক আদেশে সরকারি অর্পিত সম্পত্তি সরকারের অনুকুলে দখল বজায় রাখার স্বার্থে ও সুষ্ঠু সঠিক রক্ষণাবেক্ষণসহ ব্যবস্থাপনার নিমিত্তে প্রথম পক্ষ বাদিকে নালিশী জমি থেকে উচ্ছেদ পূর্বক সরকারের নিকট হতে বিধি মোতাবেক বর্তমান লীজ গ্রহিতা মোশারেফ ফরাজীকে বুঝিয়ে দিয়ে আদালতকে অবহিত করার জন্য সহকারি কমিশনার (ভূমি) মোড়েলগঞ্জ কে নির্দেশ প্রদান করেন।

বিজ্ঞ আদালতের এ আদেশের প্রেক্ষিতে উচ্ছেদ অভিযানকালে সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেক, পুলিশের একটি টিম, ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা বিষ্ণু পদ দাস, সংশ্লিষ্ট ওয়ার্ড ইউপি সদস্য মো. সাইদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

 

 

Daily J.B 24 / অনলাইন ডেস্ক

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ