
ইকবাল মাহমুদ টুকু বিএনপি-জামায়াত জোট সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন। তার সময়ে বিদ্যুৎ খাতের বেহাল দশা এজাতি আজীবন মনে রাখবে। বিদ্যুৎ খাতে লুটপাট, দুর্নীতি ও অপব্যবস্থাপনার কারণে সমগ্র বিদ্যুৎ খাতই ডুবেছিল। বিদ্যুতের দাবিতে মানুষ রাস্তায় নামলে সেসময় গুলি করে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছিল।
বিএনপি-জামায়াত জোট সরকার ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে না পারলেও বিদ্যুৎ খাতে অবৈধভাবে শত শত বিএনপি-জামায়াতের লোকদেরকে চাকরি দিয়েছে। বিএনপি সরকারের মেয়াদের শেষ সময়ে টুকুর নির্দেশে আগে চাকরি দিয়ে তার পর তাদের কাছ থেকে সিভি নেয়া হয়েছিল। সেসব চাকরির জন্য কোন প্রকার পরীক্ষা বা যোগ্যতার প্রয়োজন হয়নি।
এখনো অসংখ্য বিএনপি-জামায়াতের লোকজন বিদ্যুৎ খাতে চাকরি করছে এবং তারা মোটামুটি সবাই টুকুর হাতে অবৈধভাবে রিক্রুট করা। এখন কেন টুকু বলছেন সামনের দিনে বিদ্যুৎ খাতে আরো বড় বিপর্যয় হবে একথা বুঝতে কারো বাকি থাকার কথা না। কারণ গড়তে অনেক মেধা ও শ্রমের দরকার হলেও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষতি করতে এত কষ্ট করতে হয়না। ছোট্ট কিছু এদিক-ওদিক করলেই অনেক বড় ক্ষতি হতে পারে।
#বাংলাদেশ #বিএনপি #রাজনীতি #বিদ্যুৎ #টুকু #ব্ল্যাকআউট #গ্রীড
Dhaka Television এর পোস্ট থেকে:
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: