
কোরবানি ঈদের দিনে আশ্চর্য হলেও সত্যি এই যে,গরু খাসি কোরবানি দিতে ও মাংস কাটতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নানা স্থানে অন্তত ১৬০ জন জখম হয়েছে।
(১০ জুলাই) রবিবার
সকাল থেকে বিকাল পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্টার বই (রোগীর তথ্যবই) পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে।
জখমিদের মধ্যে বেশিরভাগেরই হাত-পায়ের আঙুলসহ শরীরের বিভিন্ন অংশ কেটে গিয়ে ক্ষতের সৃষ্টি হয়েছে।
এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্যে অনেককেই ঢাকায় পাঠানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, পশু কোরবানি ও মাংস কাটতে মৌসুমি কিছু কসাই এবং বিভিন্ন পরিবারের আনাড়ি সদস্যরা কাজ করেছেন। এদের অনেকেই কাজের অভিজ্ঞতা না থাকায় মাংসের বিভিন্ন অংশ কাটতে গিয়ে ধারালো ছুরি ও বটিতে আঘাত পায়।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: