• ঢাকা
  • সোমবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  সোমবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ;   ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় আহত দেড় শতাধিক এক ঈদেরদিনে

স্টাফ রিপোর্টার এসএম মোস্তাফিজুর রহমান লাকি
Daily J.B 24 ; প্রকাশিত: সোমবার, ১১ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৩৪ পিএম
ঈদুল আযহা,  কুরবানি,  ব্রাম্মনবাড়িয়া, আহত

কোরবানি ঈদের দিনে আশ্চর্য হলেও সত্যি এই যে,গরু খাসি কোরবানি দিতে ও মাংস কাটতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নানা স্থানে অন্তত ১৬০ জন জখম হয়েছে। 

(১০ জুলাই) রবিবার
সকাল থেকে বিকাল পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্টার বই (রোগীর তথ্যবই) পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে।

জখমিদের মধ্যে বেশিরভাগেরই হাত-পায়ের আঙুলসহ শরীরের বিভিন্ন অংশ কেটে গিয়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। 

এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্যে অনেককেই ঢাকায় পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, পশু কোরবানি ও মাংস কাটতে মৌসুমি কিছু কসাই এবং বিভিন্ন পরিবারের আনাড়ি সদস্যরা কাজ করেছেন। এদের অনেকেই কাজের অভিজ্ঞতা না থাকায় মাংসের বিভিন্ন অংশ কাটতে গিয়ে ধারালো ছুরি ও বটিতে আঘাত পায়।

Daily J.B 24 / নিউজ ডেস্ক

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ