
আজ বিকাল তিনটায় পদ্মা সেতুর টোল প্লাজায় ভয়াবহ এক দুর্ঘটনা ঘটে গেছে। উক্ত দূর্ঘটনায় নিহত এক, আশঙ্কাজনক তিনজন। জখম হয়েছে আরো পনের জন,তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
সরজমিনে গিয়ে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণে জানা যায় যে,কিশোরগঞ্জ থেকে একটা পরিবার মাইক্রোবাসে করে পদ্মাসেতু দেখতে গিয়েছিলো,আর এই দেখতে যাওয়াই কাল হয়েছে তাদের। মাইক্রোবাসটি যখন টোল দিতে প্রতীক্ষা করছিলো তখনই একটা যাত্রীবাহী বাস যার নাম অন্তরা পরিবহন, দ্রুত গতিতে এসে মাইক্রোবাস এর উপর আছড়ে পড়ে।
টোল প্লাজার সামনে এসে ও গাড়ির চালক তার গাড়ির গতি কমানোর চেষ্টাও করেনি।
বরঞ্চ অপেক্ষমান মাইক্রোটির উপর দ্রুত গতিতে বাসটি আছড়ে পড়ে। অভিজ্ঞরা বলছেন বাসের চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছে। সময় বাঁচিয়ে বাড়তি ট্রিপের জন্য। ঈদের সময় এটা আরো বাড়বে। গতি নিয়ন্ত্রণে এখনি কঠোর না হলে মাওয়া সড়ক হবে নতুন মৃত্যু রুট।
Daily J.B 24 / পদ্মা সেতু
আপনার মতামত লিখুন: