
মাগুরার শালিখা উপজেলায় ২০০২ সালে কৃষক সাহেব আলীকে হত্যার দায়ে আজ (৬ জুন) তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মশিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শালিখা উপজেলার কোর্টভগ গ্রামের সামছুদ্দিন মণ্ডলের ছেলে আবদুস সবুর, একই গ্রামের গহর মুন্সির ছেলে হাবিবুর রহমান, একই গ্রামের ইমানউদ্দিনের ছেলে বুলু মিয়া।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ৮ মার্চ সাহেব আলী ও তার বাবা আমজাদ আলী কোটভাগ গ্রামে নিজ ফসলি জমিতে কৃষি কাজে যাচ্ছিলেন। আসামিরা প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকায় পথরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে সাহেব আলীকে হত্যা করে।
এ ঘটনায় সাহেব আলীর বাবা আমজাদ আলী বাদী হয়ে আব্দুস সবুরসহ ৩৬ জনকে আসামি করে শালিখা থানায় মামলা করেন।
পরে এ মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।
রেকর্ড এবং সাক্ষীদের পরীক্ষা করার পর, আদালত তাদের মধ্যে তিনজনকে দোষী সাব্যস্ত করে এবং অন্য ৩২ আসামিকে খালাস দেয়। এরই মধ্যে জাকির হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: