• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

মাননীয় প্রধানমন্ত্রীর নিকট খোলা চিঠি

তৈমুর মল্লিক
Daily J.B 24 ; প্রকাশিত: সোমবার, ০৬ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৫৯ এএম
মাননীয় প্রধানমন্ত্রীর নিকট খোলা চিঠি , রাজনীতি, চক্রান্ত, নিরাপত্তা, শেখ হাসিনা
ফাইল ছবি

ফায়ার ফাইটিং হেলিকপ্টার ক্রয় করতে হবে সেটা বলা অন্যায় নয়, কেন ক্রয় করা হয়নি সেই বিষয়ে আলোচনা সমালোচনা হতেই পারে। কিন্তু ফায়ার ফাইটিং হেলিকপ্টার ক্রয়ের সাথে পদ্মাসেতু উদ্ভোদন এর সম্পর্ক কি সেটাই এখন বিবেচ্য। 

জেনে শুনে, সুযোগ বুঝে যখন এমন গুজব ছড়িয়ে পড়ে যে, মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্ভোদন পক্রিয়া স্থগিত করে সেই অর্থের সাথে আরো অর্থ যোগ করে ৪ টি ফায়ার ফাইটিং হেলিকপ্টার ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছেন, এবং পদ্মাসেতু উদ্ভোদন স্থগিত করেছেন, সেখানে এটা পরিস্কার হয়ে ওঠে সীতাকুণ্ড আগুন পরিকল্পিত না হলেও (প্রমান না হওয়া পর্যন্ত) সেই আগুন নিয়ে বিরোধী রাজনীতি সক্রিয়। 
 
পদ্মাসেতু নিজেদের অর্থায়নে তৈরি, বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ জানিয়ে শেখ হাসিনা যে সাহসী ভূমিকা রেখেছেন সেটাকেই মেনে নিতে পারেনি, পারছে না বিরোধী শিবির। শেখ হাসিনাকে প্রশ্নবিদ্ধ করতে একের পর এক দেশি বিদেশি চক্র যতগুলো কাজ করেছে তারমধ্যে অন্যতম ছিলো, বাংলাদেশের ব্যাংক সব দেউলিয়া হবার পথে প্রচারণা, শেখ হাসিনার বিদেশ সফর নিয়ে নানামুখী মিথ্যাচার, আল জাজিরার মাধ্যমে সেনাবাহিনীতে আক্রমণ, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের মধ্যে ত্রিমুখী বিদ্রোহ ইত্যাদি। এরি মাঝে চেষ্টা কিরা হল ধর্মভিত্তিক দাঙ্গা তৈরি করতে, কিছু আগুনও জ্বললো  কিন্তু অবশেষে সবকিছু যখন ভেস্তে গেলো ঠিক তখন আমেরিকার বাংলাদেশ বিরোধী শিবিরের সাথে হাত মিলিয়ে অর্থের বিনিময়ে একটি স্যাংসান আনা হলো। এই কাজে কিছু মানবাধিকার সংস্থা, বাংলাদেশের কিছু সুশীল, লন্ডনে বসে থাকা তারেকের ব্যাক্তিগত সহচর ও বাংলাদেশ আইনে সাজাপ্রাপ্ত কিছু ব্যাক্তি যারা বিদেশে বসে সোশ্যাল মিডিয়া ব্যাবহার করে সকল বিষয় বাস্তবায়ন করার চেষ্টা করেছে।  

স্যাংসন পক্রিয়া তুড়িমেরে উড়িয়ে দিয়ে শেখ হাসিনা যখন এগিয়ে চলতে লাগলো তখন শেখ হাসিনাকে ঠেকানোর বিকল্প রাস্তা খুজে বের করতে তারা আরো কঠিন ভাবে নজর দিলো বিভিন্ন দিকে। কিন্তু কোন পথ না পেয়ে পদ্মাসেতুকে পুজি করে তারা মাঠে নামলো। বদ্ধপরিকর হলো যে কোন ভাবে এই পদ্মাসেতু উদ্ভোদন বানচাল করার। কারণ এই একটা সেতু বাংলাদেশের জন্য এখন ভাইটাল একটি ব্যাপার। যা একদিকে অর্থনৈতিক ভাবে বাংলাদেশকে আরো স্বাবলম্বী ও মাননীয় প্রধানমন্ত্রী হবেন আরো জনপ্রিয় যা দেশের মধ্যে ও আন্তর্জাতিক ভাবে তাকে আরো শক্ত অবস্থান এনে দেবে। 
বিরোধী শিবির এতবছর চেষ্টা করে, অর্থবিনিয়োগ করে শেখ হাসিনাকে প্রশ্নবিদ্ধ দূরে থাক, আরো বেশি শক্তিশালী হতে দেখা মেনে নিতে পারবে না এটাই স্বাভাবিক।  আর তাই তাদের হাতে এখন একটাই অস্ত্র, যে কোন ভাবে পদ্মাসেতু উদ্ভোদন বানচাল করে শেখ হাসিনার কৃতিত্বের সমাপ্তিতে আগুন জ্বালানো। 

কিন্তু এতে লাভ কি?  এটাইতো প্রশ্ন?  

লাভ এখানে নয়, লাভ অন্যখানে - বিরোধী শিবির জোরেসোরে প্রচার করছে খালেদা জিয়া পদ্মাসেতুর ভিত্তিপ্রস্তর উদ্ভোদন করেছেন সবার আগে। সেটা দেশের মধ্যে থেকে প্রচারে এসেছে, তারেক রহমান লন্ডন থেকেও করেছে।  
শেখ হাসিনাকে উদ্ভোদন থেকে সরাতে পারলে বা বন্ধ করতে পারলে খালেদা জিয়াকে আরো শক্তভাবে এই প্রচারণায় নিয়ে এসে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে নিজেদের গ্রহনযোগ্যতা বাড়াতে চেষ্টা চালাবে। এবং তখন আরো কিছু ইস্যু একত্রিত করে নিজেদের রাজনৈতিক ফায়দা বুঝে নেবে। অন্যদিকে যে আগুন সীতাকুণ্ডে জ্বলছে, পাবনায় জ্বলছে এসব এর সকল দায় শেখ হাসিনার কাঁধে চড়িয়ে দেবে। 

আমরা এই মুহুর্তে যে গুজব দেখতে পাচ্ছি, পদ্মাসেতু উদ্ভোদন বাতিল করা হয়েছে - এটা উক্ত পরিকল্পনার একটি অংশ। আর এই পরিকল্পনা প্রচারে মাস্টার মাইন্ড হয়েছে আওয়ামিলীগের মধ্যে অনুপ্রবেশ করা সেই হাইব্রিড আওয়ামিলীগ।  এরজন্য ধর্মভিত্তিক দল, বিএনপি বা অন্যকারো দরকার পড়েনি।  

মাননীয় প্রধানমন্ত্রী আপনি সব বুঝবেন আশাকরি।  আমার লেখা আপনার পর্যন্ত পৌছাবে কিনা জানিনা। তবে গোয়েন্দা সংস্থার হাতে যাবে সেটা বিশ্বাস করি। তাদের নিকট অনুরোধ বিষয়টি পৌছে দেবেন।  
তাই সকলের প্রতি অনুরোধ গুজব প্রতিহত করুন।  কোন শিথিলতা নয়, শক্ত হাতে চেপে ধরুন দেশ বিরোধী সকল চক্রকে। 


জয় বাংলা
জয় বঙ্গবন্ধু 
জয়তু শেখ হাসিনা

 

  • মোঃ তৈমুর মল্লিক 
  • কলামিস্ট
  • প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক 
  • দুর্জয়বাংলা সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশন 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

বিভাগের জনপ্রিয় সংবাদ