
অনলাইনে মুজিব আদর্শের অকুতোভয় সৈনিক Mizanur Rahman Bakul ভাইয়ের একমাত্র পুত্র ক্যান্সার আক্রান্ত।উনার আর তিনটি কন্যা রয়েছে।পিতা হয়ে পুত্রের চিকিৎসার জন্য প্রথম থেকেই নিজের সামর্থের সবটুকু উজার করে চেষ্টা করে যাচ্ছেন। এ পর্যন্ত ৫ টি কেমোথেরাপি নিজ উদ্যোগে দিয়েছেন। এখন এই পর্যায়ে এসে উনার হাতে যা ছিল তা প্রায় শেষ। ছেলেকে আরও ৩ টি কেমোথেরাপি দিতে হবে।
২১ বছরের একটি তরতাজা যুবকের অসুস্থায় মাননীয় প্রধানমন্ত্রী আপনার স্মরনাপন্ন হলাম। সরাসরি বলার কোন সুযোগ না থাকায় কগচনৃস্দৃ২৪.দহরড এর মাধ্যমে আপনার নিকট পিতার এই কান্না পৌছে যাবে বলে বিশ্বাস করি । আপনিতো মানবতার প্রতীক, এই মুহুর্তে উপরে আল্লাহ এবং নিচে আপনি আমার শেষ ভরসা। আপনি সাহায্য না করলে হয়তো আমার সন্তানকে দাঁড়িয়ে থেকে চির বিদায় জানাতে হবে । যদিও হায়াত ও মৃত্যুর মালিক আল্লাহ ।
আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের নিকট সাহায্য চেয়েছি, জানিনা কোন লাভ হবে কি না । তবে আপনিতো মা, আপনি নিশ্চই আমার কান্নার শব্দ শুনতে পাবেন ।
আমি আমার সন্তানের সকল তথ্য উপস্থাপন করলাম । আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, ভালো রাখুন । (জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু শেখ হাসিনা)
সহায়তা পাঠানোর ঠিকানাঃ
নগদ নাম্বার - 01711005749(পিতা)
বিকাশ - 01822652351(পিতা)
রকেট - 017139287752(ফুফু)
Bank account -Nazma Begum
115.151.110910
Dutch bangla bank ltd.
Mirpur branch, Dhaka.
রোগীর ছবি সহ চিকিৎসার ডকুমেন্টস সংযুক্ত করা হল।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: