
মানুষ চাক বা না চাক, এর প্রতিটি ইটের খবর মানুষকে জানিয়ে ছেড়েছে সরকার। কেবল তা-ই নয়, এটি নিয়ে দীর্ঘ বিতর্কে মেতেছে সরকারি আর বিরোধী দল। প্রায় ১৪ বছর একটানা ক্ষমতায় থাকা আওয়ামী লীগের ‘গলাবাজির’ সবচেয়ে বড় অস্ত্র এখন যেমন পদ্মা সেতু, তেমনি এটি নিয়ে বিরোধী দল ও বিশেষজ্ঞদেরও এন্তার আপত্তি আছে।
এই কথা গুলো খুব যত্ন করে ছাপিয়েছে প্রথম আলো, আসলে জ্বালা কার বেশি পদ্মা সেতু হওয়াতে ? প্রথম আলো নাকি বিএনপি'র? রুমিন ফারহানার জন্য আর্টিকেল প্রথম আলোর কে লিখে দেয় নাম না বলি! বললে উনার চাকরিটা যাবে।
অবশ্যই প্রথম আলোর। তাদের ভালো লাগছেনা সরকার কেন পদ্মা সেতু পদ্মা সেতু করে করে এতো কথা বলছে, সরকারি দল কেন শেখ হাসিনা'র সাহসিকতা নিয়ে এতো কথা বলছে, কেনই বা দেশের মানুষ পদ্মা সেতুর পিলার ধরে নাড়াচাড়া না করে সেলফি তুলছে মাওয়া যেয়ে আর জয় বাংলা বলছে!! মতি ভাই বলি কি আপনার ভাড়াইট্টা শুষিলশ্রেণী কই? তারা লিখছে না কেন? পদ্মা সেতুর কি কি খারাপ? কারণ আপনার সব অস্ত্র আপনি গত ১০ বছরে এক বেণিয়ার দালালি করতে গিয়ে খরচ করে ফেলেছেন।
আপনার জন্য দুঃখ হয় - আসলেই অনেক দুঃখ। ২৫ তারিখে পদ্মা সেতু নিয়ে কোন পজিটিভ নিউজ না আসুক প্রথম আলোতে, তাতে আপনার গডফাদার 'স্যার' এর আত্মা শান্তি পাবে।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: