• ঢাকা
  • রবিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  রবিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

মার্কিন দখলদারিত্বের জন্যই জো বাইডেনকে চিঠি লিখেছেন ছয় কংগ্রেসম্যান।

সাংবাদিক হাবিব
Daily J.B 24 ; প্রকাশিত: শুক্রবার, ০৯ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:০২ পিএম
মার্কিন দখলদারিত্ব, জো বাইডেন,  মার্কিন কংগ্রেস, রাজনীতি,

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, সরকারকে চাপে রাখতে ষড়যন্ত্রও তত বাড়ছে। কেবল দেশের ভেতরেই না, বিদেশেও ছড়িয়ে পড়েছে সেই ষড়যন্ত্রের জাল।

তারই অংশ হিসেবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি চিঠি লিখেছেন ছয় কংগ্রেসম্যান। এতে বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি নিপীড়নসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। কথিত’ চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে মন্ত্রণালয় মনে করছে, চিঠিটি সত্য নয়। আপাতত বিভিন্ন উৎসের মাধ্যমে ওই চিঠির সত্যতা যাচাই করছে মন্ত্রণালয়।

 

বাংলাদেশের সরকার কর্তৃক 'মানবাধিকার লঙ্ঘনের' ঘটনা বন্ধে এবং 'বাংলাদেশের জনগণকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অংশ নেওয়ার সর্বোত্তম সুযোগ করে দিতে' জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে গত ২৫ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন মার্কিন কংগ্রেসের ৬ সদস্য ।  চিঠিতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন প্রতিবেদন ও তথ্য তুলে ধরে এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেন তারা। চিঠিতে স্বাক্ষর করেছেন কংগ্রেসম্যান স্কট পেরি (পেনসিলভানিয়া), বেরি মুর (আলাবামা), ওয়ারেন ডেভিডসন (ওহাইও), বব গুড (ভার্নিজিয়া), টম বারচেট (টেনাসি) ও কিথ সেলফ (টেক্সাস)।

 

ছয় কংগ্রেসম্যানের এই তৎপরতার নেপথ্য কারণ অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে এসেছে লিন্ডেন এনার্জি নামের একটি মার্কিন কোম্পানিকে অনৈতিক বাণিজ্য সুবিধা পাইয়ে দিতে সে দেশের রাজনীতিকদের সম্পৃক্ততা।


নথিপত্র বিশ্লেষণে দেখা গেছে, ২০২১ সালের ২০ ডিসেম্বর ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রদূত শহীদুল ইসলামকে একটি চিঠি দেন লিন্ডেন এনার্জির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফান পেইন। ‘পদ্মা এলএনজি ফলোআপ’ শিরোনামে ওই চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশের (র্যাব) কর্মকর্তাদের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞার (স্যাংশন) প্রেক্ষাপটে আমি লিন্ডেনের প্রস্তাবিত এলএনজি সরবরাহ এবং মুক্ত বাণিজ্য চুক্তির ফলোআপ করতে চাই। এই নিষেধাজ্ঞাগুলো এমন এক বিস্ময়কর সময়ে এসেছে, যখন গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দুই দেশের মধ্যে উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তা নিয়ে কাজ করার ব্যাপারে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আমরা বিশ্বাস করি যে, আমাদের প্রস্তাবিত এলএনজি বা এফটিএ চুক্তি এগিয়ে নিতে পারলে এই অঙ্গীকার রক্ষার জন্য তা সহায়ক হবে। পাশাপাশি এই নিষেধাজ্ঞার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সৃষ্ট সম্পর্কের টানাপোড়েন নিরসনেও ভূমিকা রাখবে।

 

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য বদ্ধপরিকর। সম্প্রতি শেখ হাসিনা তার বিভিন্ন বক্তব্য ও সংবাদ সম্মেলনে পরিষ্কার ও দ্ব্যর্থহীন কণ্ঠে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে উচ্চারণ করেছেন। আর বিএনপি-জামায়াত জোট নির্বাচনকে ভুল করার জন্য ২০১৩/১৪-এর মতো ষড়যন্ত্রে লিপ্ত। আর তাদের এই ষড়যন্ত্রের অন্যতম অংশ হলো দেশে কিংবা বিদেশে লবিস্ট ফার্মে টাকা বিনিয়োগ করা


বিশ্লেষকরা আরও বলেন, যে ছয় কংগ্রেসম্যান এ চিঠি লিখেছেন, তারা এর আগে কখনও বাংলাদেশ নিয়ে কথা বলেননি। লবিস্ট নিয়োগ করে তাদেরকে দিয়ে এ চিঠি লেখানো হয়েছে। এমনকি ছয় কংগ্রেসম্যানের মধ্য থেকে মাত্র একজন তাদের এ চিঠি নিজস্ব ওয়েবসাইটে আপ করেছেন।

ক্ষমতাসীন মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ প্রতিষ্ঠানটির এলএনজি ব্যবসা না পাওয়ার সঙ্গে সাম্প্রতিক ৬ রিপাবলিকান কংগ্রেস সদস্যের প্রেসিডেন্ট জো বাইডেনকে বাংলাদেশ ইস্যুতে লেখা চিঠির সঙ্গে কোনো সম্পর্ক আছে কি না, তা জরুরি ভিত্তিতে সরকারের খতিয়ে দেখা উচিত বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।

 

বিএনপি-জামায়াত জোট লবিস্ট নিয়োগ করে ছয়জন কংগ্রেসম্যানের স্বাক্ষরিত যে চিঠি দিয়ে বাংলাদেশে সাধারণ সেনাবাহিনীর সদস্যের শান্তিরক্ষী মিশন বাতিল করতে প্রয়াস চালাচ্ছে। প্রশ্ন হচ্ছে তাদের এই হীন চেষ্টা কার স্বার্থে? বিএনপি-জামায়াত জোটের বিদেশে অর্থ পাচার ও লবিস্ট নিয়োগ নতুন কিছু নয়। তারা সবসময় দেশ ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে, এটা তাদের নিত্যদিনের অভ্যাস। সম্প্রতি দেখা যাচ্ছে তারা আজকে জাপান দূতাবাসে জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করছে আবার কাল তারা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করছে আবার পরশু ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে দেখা করছে।

Daily J.B 24 / নিউজ ডেস্ক

গণমাধ্যম বিভাগের জনপ্রিয় সংবাদ