• ঢাকা
  • বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ;   ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

মার্কিন সিনেটে ৩০ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আগ্নেয়াস্ত্র আইন পাস

আন্তর্জাতিক নিউজ ডেস্ক/ সূত্রঃ বিবিসি
Daily J.B 24 ; প্রকাশিত: শুক্রবার, ২৪ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:২৮ পিএম
মার্কিন সিনেট , বন্দুক নিয়ন্ত্রণ বিল , পাবলিক রিএকশান , পলিসি এবং পরিবর্তন , মার্কিন যুক্তরাষ্ট্

মার্কিন সিনেটে ৩০ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আগ্নেয়াস্ত্র আইন (বন্দুক নিয়ন্ত্রণ বিল) পাশ করা হয়েছে । 

কংগ্রেসের উচ্চ কক্ষে ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দেন ১৫ জন রিপাবলিকান। বিলটির পক্ষে ভোট পড়েছে ৬৫টি এবং বিপক্ষে ৩৩ ভোট পড়ে।

গত মাসে নিউইয়র্কের বাফেলোতে একটি সুপারমার্কেটে এবং টেক্সাসের উভালদে একটি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিচারে গুলি চালানোয় ৩১ জন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে সিনেটে বিলটি পাস হলো।

বিলটি এখন হাউজ অব রিপ্রেজেন্টেটিভে পাস হওয়ার পর প্রেসিডেন্ট বাইডেন স্বাক্ষর করলে আইনে পরিণত হবে। আগামী কয়েক দিনের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে।

যদিও বিলে আনা প্রস্তাবগুলো বহু ডেমোক্র্যাট ও অধিকার কর্মীদের দাবিগুলোর তুলনায় অনেক কম।

সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ২১ বছরের কম বয়সীদের জন্য বন্দুক কেনা দুরূহ করা। এ ছাড়া মানসিক স্বাস্থ্য প্রোগ্রাম এবং স্কুলের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার জন্য ১৫ বিলিয়ন ডলারের তহবিল করা।

একই সঙ্গে হুমকি হিসেবে বিবেচিত লোকদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র অপসারণের জন্য 'রেড ফ্ল্যাগ' আইন বাস্তবায়নে রাজ্যগুলোকে উৎসাহিত করতে তহবিলের আহ্বান জানানো হয়েছে।

বিলটি এত তাৎপর্যপূর্ণ, কারণ এটি কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো প্রস্তাবিত সংস্কারগুলোর মধ্যে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয়ের কাছ থেকে এই পর্যায়ের সমর্থন পেয়েছে।

সূত্র : বিবিসি

Daily J.B 24 / নিউজ ডেস্ক

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ