
দেশে এখন করোনাভাইরাসের চতুর্থ ঢেউ চলছে। পরিস্থিতি কঠিন বা অবস্থা নাগালের বাইরে যাওয়ার আগেই সচেতন হতে হবে প্রত্যেক জনগনকে ।
রোববার (৩ জুলাই) মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে কঠোর হতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান ।
গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে মন্ত্রীরা বৈঠকে অংশ নেন। উক্ত বৈঠকের সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রী।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাস্ক ছাড়া কেউ বাইরে চলাফেরা করতে পারবেন না। এটি নিশ্চিত করতে প্রয়োজনে আইন প্রয়োগ করা হবে।
তিনি বলেন, আমাদের মধ্যে এখন মাস্ক ব্যাবহার সম্পর্কে এক ধরনের অনীহার জন্ম হয়েছে। সকলের ধারণা, বর্তমানের করোনাভাইরাসে কোনো ক্ষতিনাকরবে না। কিন্তু যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা করোনা আক্রান্ত হচ্ছে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
Daily J.B 24 / করোনা সতর্কতা
আপনার মতামত লিখুন: