• ঢাকা
  • রবিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  রবিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

মিরপুরের শাহ আলী মাজারের ৭৫ বিঘা জমি উদ্ধারে হাইকোর্টের রুল জারি

শাহীনুর ইসলাম নয়ন
Daily J.B 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:১৯ পিএম
মিরপুর,  শাহ আলী মাজার,   জমি উদ্ধার,  হাইকোর্ট,  রুল জারি

মিরপুরের শাহ আলী (হযরত শাহ আলী বোগদাদী রহ. মাজার শরীফ) মাজার কমিটির তদারকিতে দোকান মালিকদের ভোগদখলে থাকা মাজারের ৭৫ বিঘা জমি উদ্ধারে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে চলমান মাজার কমিটি বাতিলের নির্দেশ কেন দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।


এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এন এ এম আব্দুর রাজ্জাক। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. সালাহ উদ্দিন শিকদার ও খালেকুজ্জামান।


রিটকারী আইনজীবী জানান, মীরপুর শাহ আলী মাজারের ওয়াকফ সম্পত্তি রয়েছে ৭৫ বিঘা। এসব সম্পত্তি ভোগদখল করছেন মাজার কমিটির তদারকিতে দোকান মালিকরা।


মিরপুর হযরত শাহ আলী বাগদাদী (রহ.) মাজার পরিচালনার জন্য দুই বছর মেয়াদি ২৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে ২০২১ সালের ১৮ অক্টোবর। এতে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টুকে সভাপতি, এ কে এম দেলোয়ার হোসেন ও এবিএম মাজহারুল আনামকে সহ-সভাপতি এবং আবুল কাশেম মোল্লা, ইসমাইল হোসেন, এম এ গফুর, কাজী টিপু সুলতান, এসএম হানিফ, এম এ সেলিম খান, বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন, মোহাম্মদ উল্লাহ কায়সার, তফাজ্জল হোসেন টেনু, আবু বকর সিদ্দিক, শামসুল হক, রেজাউল হক ভূঁইয়া বাহার, মো. আলাউদ্দিন, তৌহিদুল ইসলাম, মুহিত খান, মিজানুর রহমান শিপন, জহিরুল ইসলাম, শামসুল আলম ভাণ্ডারি, আরিফুল ইসলাম বাবু, হাজী আলমগীর হোসেন ও মাওলানা ওমর ফারুককে সদস্য করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের আদেশে ১৮ নভেম্বর বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয় এ কমিটি গঠন করে।

 

 

Daily J.B 24 / শাহীনুর ইসলাম নয়ন

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ