
সাইফুল ইসলাম রুবেল সাহেবের ব্যাংক একাউন্টে আছে সর্বসাকুল্যে ৫০০০ টাকা। চেক নিয়ে গেছেন দুই লাখ টাকার। আনসাফিসিয়েন্ট ব্যালেন্সের কারনে সোনালী ব্যাংক টাকা দেয় নাই। তাই সাইফুল সাহেব গোস্বা করে ফেসবুকে দিলেন পোস্ট। লিখলেন,
"সোনালী ব্যাংক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট শাখায়, 200,000 লক্ষ টাকার চেক নিয়ে গেলাম ম্যানেজারের কাছে,ম্যানেজার সাহেব বলে দুই লক্ষ টাকা আমাদের ব্যাংকে নেই, আপনি সোনালী ব্যাংকের বড় ব্রাঞ্চে যান, ওখানে গেলে হয়তো টাকা পাবেন, এই হচ্ছে আমাদের বাংলাদেশ বর্তমান পরিস্থিতি।" [৭/১১/২২]
এই হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, মুরগী খুজি তিতি তিতি, আ….তিতিতিতিতি…..
পোস্ট ভাইরাল। যেহেতু সরকারী কর্মকর্তার পোস্ট এবং পোস্ট করা হয়েছে "Supreme Court of Bangladesh" নামের গ্রুপ টেগিয়ে তাই অনেকেই বিশ্বাস করে ফেলেছেন যে আমাদের ব্যাংকে আসলেই টাকা নেই। আর বাংলাদেশে তো বলদার অভাব নাই। বলদারা সব ব্যাংকে গিয়ে ভিড় জমিয়ে টাকা তুলে নিতে শোরগোল লাগালেন। সৃষ্টি হলো গুজবের গজব, ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে।
সাইফুল সাহেব এটর্নী জেনারেলের অফিসে চাকরী করেন। এটর্নী জেনারেলের পরামর্শক্রমে সোনালী ব্যাংক তার বিরুদ্ধে মামলা করে দিয়েছে। এবার বাকি কাজ মুরগীর ডিমেই হয়ে যাবে আশাকরি।
ফেসবুকে প্রাপ্ত সব খবর যে সঠিক হয় না এটা বুঝতে আর কত দিন লাগবে হে বাঙালী?
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: