
আজ শুক্রবার সকালে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া অষ্টম ও নবম দুইটি নতুন স্টেশন চালু হয়েছে । সাড়ে ৮ টার পর থেকে ট্রেন থামতে শুরু করছে । এ নিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের নয়টি স্টেশন সবই চালু হলো।
ডিএমটিসিএল সূত্রে জানা যায়, নতুন দুই স্টেশন চালু করতে দুইটি আলাদা টিম গঠন করা হয়েছে ।
মেট্রোরেল গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন । সেসময় মেট্রোরেলে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশন চলাচল করতো ।২৯ ডিসেম্বর এটি সর্বসাধারণ নিয়ে বাণিজ্যিক যাত্রা শুরু করে ।
জেবি/জাতীয়
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: