
বাগেরহাটের মোরেলগঞ্জের ঐতিহ্যবাহী অম্বিকাচরণ লাহা উচ্চ বিদ্যালয় (এসিল) এর ৯২ ব্যাচের এসএসসির ছাত্রদের উদ্যোগে ১২ জুলাই সকাল দশটার সময়ে এক মনোজ্ঞ র্যালির মাধ্যমে শুরু হয় পুণর্মিলনী অনুষ্ঠানের।
আমাদের Joybangla24.live এর বাগেরহাট জেলা প্রতিনিধি জানান যে, ৯২ এসএসসি ব্যাচ এর এই পুণর্মিলনী অনুষ্ঠানের সার্বিক উদ্যোগ নেন এসিল পাইলট হাইস্কুলের সাবেক ছাত্র বর্তমান আওয়ামীলীগের মোরেলগঞ্জ উপজেলা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক এড. তাজিনুর রহমান পলাশ,ও আমিনুল ইসলাম মিলন, মহিদুল ইসলাম, হুমায়ুন তালুকদার,মিঠু,।
উক্ত অনুষ্ঠানে মোট সাবেক ছাত্রদের ৬০ জন উপস্থিত ছিলো।
সকাল সাড়ে নয়টায় মোরেলগঞ্জের এড. পলাশের চেম্বার থেকে ছাত্রদের একটি মনোজ্ঞ র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এসিল পাইলট স্কুলের ভিতরে প্রবেশ করে শেষ হয়।
পরে সাবেক শিক্ষক সালাম, শামসু, বর্তমান গিয়াস স্যারদের অংশগ্রহণে সারাদিন ব্যাপি আনন্দ হাসি গান অনুষ্ঠান পুরস্কার বিতরনী, সকালের নাস্তা, মধ্যাহ্ন ভোজনের মাধ্যমে বিকাল চারটায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উক্ত অনুষ্ঠানের অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন সালের ব্যাচ এরকম স্মৃতি রোমন্থন করে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে বলে জানা যায়।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: