
এসএম মোস্তাফিজুর রহমান লাকিঃ
১৬নং খাউলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধ্যে খাউলিয়া গ্রামের সেকান্দার মিস্ত্রী এর বাড়ির সামনের (খাউলিয়া টু চালিতাবুনিয়া) রাস্তার দির্ঘ দুই মাস যাবৎ বেহাল অবস্থা।
এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াতকারীর সংখ্যা হাজারের উপরে । এই রাস্তা ব্যাবহার করে প্রতিদিন ২৭৩নং মধ্য খাউলিয়া প্রাইমারী ও চালিতাবুনিয়া মাদ্রাসা গামী ছোট ছোট ছাত্র ছাত্রীদের চলাচলের সংখ্যাও কম নয়।
খাউলিয়া থেকে চালিতাবুনিয়া যাতায়াতের একমাত্র রাস্তা এটিই। ইতিমধ্যে এলাকার ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যান মহোদয়কে বিষয়টি সমাধানের জন্য বারবার জানানো হলেও আশানুরূপ কোন প্রতিকার পাওয়া যায়নি।
তাই রাস্তাটি মেরামতের জন্য এলাকার সাধারন জনগন মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নিকট আকুল আবেদন জানিয়েছে।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: