
মোরেলগঞ্জেে চোটপরি গ্রামে ফুফুর বাড়িতে থেকে লেখাপড়া করতো হাফিজা আক্তার (৯) নামে এক শিশু।
উক্ত এলাকায় ফুফুর ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় একটি শিশুর লাশ পাওয়া গেছে। খবর পেয়ে মোরেলগঞ্জ থানা পুলিশ রোববার ৫ই মার্চ সকাল নয়টার দিকে ঝুলন্ত ফাঁস দেয়া হাফিজার মরদেহ উদ্ধার করে। পরে মৃত্যুর সঠিক কারন নির্নয়ের জন্য ময়না তদন্তের নিমিত্তে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় মৃতা শিশু ছোটপরী গ্রামের হাসান খানের মেয়ে হাফিজা স্থানীয় ১৬৮ নং ছোটপরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিলো ।
শনিবার (৪ মার্চ )বেলা ২টার দিকে তার ঝুলন্ত মরদেহ নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার ফুফু রাশিদা বেগম।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের কারণে পিতা-মাতার বিচ্ছেদ হয়ে যাওয়ায় হাফিজা তার ফুফুর কাছে থেকে লেখা-পড়া করতো। ঘটনার সময় বাড়িতে হাফিজার ফুফাতো ভাই আফজাল ফকিরের ছেলে আমিন ফকির (১৯) ছাড়া অন্য কেউ ছিলো না বলে প্রতিবেশীরা জানায়।
এ ঘটনায় মেয়েটির মা রহিমা বেগম থানায় অপমৃত্যুর অভিযোগ দায়ের করেছেন। তবে, তিনি সংবাদকর্মীদের নিকট কিছু বলতে রাজি হননি। রহস্যাবৃত এই মৃত্যুবরণ নিয়ে নানা মুখরোচক কথা এলাকার বাতাসে ভেসে বেড়াচ্ছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান বলেন, হাফিজা আক্তারের মৃত্যুর বিষয়ে নানা ধরণের কথা উঠেছে। তবে কেউ অভিযোগ দেয়নি। শিশু মেয়েটির মৃত্যুর সঠিক কারণ জানতে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
Daily J.B 24 / স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান লাকি
আপনার মতামত লিখুন: