• ঢাকা
  • রবিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  রবিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

মোরেলগঞ্জের বহরবুনিয়াতে ব্রীজ সময়মতো মেরামতের অভাবে মুখ থুবড়ে পরলো

স্টাফ রিপোর্টার এসএম মোস্তাফিজুর রহমান লাকি
Daily J.B 24 ; প্রকাশিত: রবিবার, ১৭ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৩৮ পিএম
মোরেলগঞ্জ , বাগেরহাট ,  বহরবুনিয়া ,  ব্রীজ

 

শুধুমাত্র সময়মতো মেরামতের অভাবে বাগেরহাটের মোরেলগঞ্জে একটি ব্রীজ ধ্বসে পরেছে। ভাগ্য ভালো কোন হতাহতের ঘটনা ঘটেনি।

 

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের এসবি বাজার ও এসবি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন খাল পারাপারের এই ব্রীজটি ধ্বসে পরে।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩০-৩২ বছর পূর্বে  লোহার পিলারের উপরে ঢালাই দিয়ে এই ব্রীজটি নির্মিত হয়েছিল। 

ব্রীজটি নির্মাণের পর হতে আর এর কোন দেখভাল কিংবা কোনো প্রকার রক্ষণাবেক্ষণ বা সংস্কার করা হয় নাই। ফলে যা হবার তাই হয়েছে,লোহার পিলারগুলো বছরের পর বছর রোদবৃষ্টি লোনা জলে ক্ষয়ে যেতে যেতে শনিবার সকালে সকলের সামনে আত্মাহুতি দিয়ে ভেঙে পরে। 

 

বহরবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. রিপন তালুকদার জানান যে, ব্রীজটি ভেঙে  পরায় শতশত মানুষ দুর্ভোগে পড়েছে। আপাতত ওখানে নৌকা দিয়ে পারাপারের ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় জনসাধারণের আকুল আবেদন সরকারে কাছে যাতে দ্রুত ঐ ব্রীজটির একটি বিকল্প ব্রীজ তৈরি করে হাজার হাজার মানুষের গমনাগমনের কষ্ট লাঘব করা হয়। এমনিতেই ঐ ইউনিয়নটি রাস্তাঘাট কালভার্ট ব্রীজ সকল প্রকার সুবিধা থেকে বঞ্চিত। সুদুর বহরবুনিয়া থেকে ছোট ছোট ট্রলারে করে পানগুছি নদীর উত্তাল স্রোত ভেঙে ছাত্রছাত্রীরা মোরেলগঞ্জ এস এম কলেজ রওশনারা কলেজ এসিল পাইলট ও গার্লস স্কুলে যাতায়াত করে।

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ