
আজ ১৬ নং খাউলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের প্রতিবন্ধীদের মাঝে ভাতা বই বিতরন করেছেন ০৩ নঃ ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার জনাব মশিউর রহমান। তার নির্বাচনী ইস্তেহারে ছিল বিনা টাকায় প্রতিবন্ধী ভাতা,বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রদান করবেন তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭ জনকে প্রতিবন্ধী ভাতা প্রদান করেছেন তিনি ।
ইউপি সদস্য জনাব মশিউর রহমান সাহেবকে এই বিষয়ে Joybangla24.live এর বাগেরহাট এর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান লাকি তার অনুভুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা জনসেবা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন-
ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ।
একিসাথে তিনি ধন্যবাদ জানান এ্যাডঃ আমিরুল আলম মিলন - এমপি, বাগেরহাট -৪ ও চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান কে।
আর আমি কথা দিচ্ছি আমার ওয়ার্ডের যেকোন সরকারি অনুদান কোনরকম তদ্বির ও অর্থের বিনিময়ে হবেনা,একজন সুনাগরিক হিসেবে আমি জনপ্রতিনিধি, যথাযথভাবে জনসাধারণ সরকারি সব অনুদান সেবামূলক সুবিধা বিনা তদ্বিরে অনৈতিকতার দ্বারস্থ না হয়ে করবো।যাতে করে গতানুগতিক জনপ্রতিনিধিদের নীতি গর্হিত কাজের সাথে আমাকে কেউ মিলাতে না পারে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তিন ওয়ার্ড বাসীর সেবা করে যেতে চাই,যে কারনে তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তার সম্মান আমি রাখবো।
Daily J.B 24 / বয়স্কভাতা বিতরণ
আপনার মতামত লিখুন: