
শনিবার বিকেলে চিংড়াখালী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোকদিবস উপলক্ষে এক আলোচনা সভায় চিংড়াখালী ইউনিয়নের দলীয় চেয়ারম্যানের বিরুদ্ধে জামাত-বিএনপির নেতাকর্মীদের সাথে ওঠাবসা ও অধীক মূল্যায়নের অভিযোগ তুলেছেন বক্তারা।
মোরেলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয়
নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান তালুকদার আলী আক্কাস বুলুর ইন্ধনে প্রবীণ আওয়ামী লীগ সদস্যকে লাঞ্চিত করাসহ দলীয় নেতাকর্মীদেরকে দূরে ঠেলে দিয়ে দলের মধ্যে বিভাজন তৈরী করছেন বলে প্রকাশ্য সভায় অভিযোগ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ বেলায়েত হোসেন হাওলাদার।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হুমায়ুন কবির হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোফাজ্জেল হোসেন পান্নু, ইউনিয়ন যুবলীগের সভাপতি এইচ এম আবু হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম হাওলাদার, আওয়ামী লীগ নেতা আজিজ শেখ, কালাম শিকদার।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: