
মোরেলগঞ্জে ঘসিয়াখালিতে গোপনে রাতে সিঁধ কেটে ঘরে অনাধিকার প্রবেশ করতঃ সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে মোরেলগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত যুবকের নাম হান্নান হাওলাদার (২৬), বুধবার দিবাগত রাত ২টার দিকে ঘষিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটার পরে পুলিশ খবর পেয়ে তাকে আটক করে। হান্নান বরগুনা জেলার বড় পাথরঘাটা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
Joybangla24.com এর বাগেরহাট জেলা প্রতিনিধি জানান যে, এক বছর পূর্বে মোরেলগঞ্জ ঘষিয়াখালী গ্রামের ফিরোজ খলিফার কন্যা আফরোজা আক্তারের সাথে ইসলামিক শরীয়ত মতে বিয়ে হয় উক্ত আটক হান্নানের। প্রায় মাস তিনেক পূর্বে দাম্পত্য বনিবনা না হওয়ায় তাদের মধ্যে আইনি ডিভোর্স।
বুধবার রাতে সাবেক স্বামী হান্নান ঐ বাড়িতে গোপনে সিঁধ কেটে ঘরে ঢুকে আফরোজাকে গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা করে। এসময় ঘরের অন্যদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা হান্নানকে ধরে ফেলে।
এ বিষয়ে মোরেলগঞ্জে থানা থেকে জানা যায় ঘটনা সত্যি, মামলার প্রস্তুতি চলছে।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: