
সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ইউরিয়া বিক্রির দায়ে মোরেলগঞ্জে এক সার ডিলারকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জরিমানা দেয়া ব্যবসায়ী মো. ওহাব বেপারি (৬০) মোরেলগঞ্জ সদর বাজারের মেসার্স পিয়া ট্রেডারস্ এর মালিক।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ইউএনও বলেন, সরকার নির্ধারিত দামের থেকে সারের দাম বেশি রাখা হয়েছে এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এতে পিয়া ট্রেডার্সের সত্ত্বাধিকারী ওহাব বেপারির অপরাধের প্রমাণ পাওয়া যায়। ঘটনাস্থলে তিনি নিজের দোষ স্বীকার করায় তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: