• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

মোরেলগঞ্জ ঢালাই ব্রীজের গোড়ায় কুপিয়ে বাবাকে হত্যা- সন্তান গুরুতর জখম

স্টাফ রিপোর্টার এসএম মোস্তাফিজুর রহমান লাকি
Daily J.B 24 ; প্রকাশিত: সোমবার, ০৪ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:২২ পিএম
হত্যা , বাবাকে কুপিয়ে হত্যা , মোরেলগঞ্জ , খুলনা , বাগেরহাট
ফাইল ছবি

মোরেলগঞ্জ বাগেরহাটে আজ ৪ঠা জুলাই বেলা দুটোর দিকে প্রকাশ্য দিবালোকে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে প্রাণ গেলো একজনের।

 

নিহতের নাম জাহাঙ্গীর হাওলাদার,বয়স অনুমান ৪০,পেশায় মোটরসাইকেল চালক। 

সোমবার বেলা ২টার দিকে মোরেলগঞ্জ সদরের ঢালাই ব্রিজের বারইখালি পার্শ্বে গোড়ায় শতশত মানুষের সামনে এই নির্মম ঘটনাটি ঘটে।  

নিহত জাহাঙ্গীর হাওলাদার বারইখালী গ্রামের(নিকারিপাড়া) রশিদ হাওলাদারের ছেলে। তার মৃতদেহ এখন মোরেলগঞ্জ হাসপাতাল হয়ে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপতালে নেওয়ার প্রতীক্ষায় আছে।

 
নিহত জাহাঙ্গীরের আত্মীয় সহ প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ২ টার দিকে প্রণিসম্পদ অফিসের সামনে আকস্মিকভাবে অপর মোটরসাইকেল চালক ফরিদ জাহাঙ্গীর ও তার ছেলে কলেজছাত্র সাকিবকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা জকমী পিতা-পুত্রকে উদ্ধার করে মোরেলগঞ্জের ওপারে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  পিতা জাহাঙ্গীরকে মৃত ঘোষনা করে৷ 

 

থানার পুলিশ পরিদর্শক  (তদন্ত) মোঃ শাজাহান ঘটনার কথা জানেন এবং ত্বরিত প্রয়োজনীয় পুলিশী ব্যবস্থা নিচ্ছেন বলে জানান। ঘটনাস্থলে পুলিশ প্রেরণ সহ হত্যাকারী  ফরিদকে আটকের সর্বোচ্চ  চেষ্টা চলছে।  

মোরেলগঞ্জ বাজারে ঘটনার পর থেকে থমথমে পরিবেশ বিরাজ করছে।

 

 

Daily J.B 24 / ক্রাইম রিপোর্ট

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ