• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

মোরেলগঞ্জ থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যার দুই ঘাতক আদালতে প্রেরণঃ জনমনে স্বস্তি

স্টাফ রিপোর্টার এসএম মোস্তাফিজুর রহমান লাকি
Daily J.B 24 ; প্রকাশিত: বুধবার, ০৬ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:৫৫ পিএম
মোরেলগঞ্জ , বাগেরহাট, ঘাতক গ্রেপ্তার
ফাইল ছবি

নিয়মানুসারে সঠিক সময়ে পুলিশী হেফাজত থেকে বিচারের জন্য মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুর রহমান গত সোমবার জাহাঙ্গীর হত্যা মামলার এজাহারভুক্ত ধৃত আসামী (১). মাহিম আলম ফরিদ(৪৫), পিতা-মৃত আঃ গনি হাওলাদার(২).আছিব ওরফে হাসিব(১৯), পিতা-মাহিম আলম ফরিদ, উভয় সাং-বারইখালী, পৌরসভা ২নং ওয়ার্ড,মোরেলগঞ্জ, হত্যার কাজে ব্যবহৃত চাকুসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করেছেন।

উক্ত আসামিদের জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ডের আবেদন করা হয়েছেে।

এই নৃশংস হত্যায় মোরেলগঞ্জবাসী যেমন ভীত ও সন্ত্রস্ত হয়েছিলো তেমনি দ্রুত পুলিশী তৎপরতায় ২৪ ঘন্টার আগেই দুজন পাষন্ড খুনীকে গ্রেফতার করায় জনমনে স্বস্তি ও থানা পুলিশের প্রতি বিশ্বাস ফিরে আসছে।

উল্লেখ যে, গত সোমবার বেলা ২ টার দিকে প্রণিসম্পদ অফিসের সামনে আকস্মিকভাবে অপর মোটরসাইকেল চালক ফরিদ জাহাঙ্গীর ও তার ছেলে কলেজছাত্র সাকিবকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা জকমী পিতা-পুত্রকে উদ্ধার করে মোরেলগঞ্জের ওপারে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  পিতা জাহাঙ্গীরকে মৃত ঘোষনা করে৷ 


বিস্তারিত পড়ুনঃ মোরেলগঞ্জ ঢালাই ব্রীজের গোড়ায় কুপিয়ে বাবাকে হত্যা- সন্তান গুরুতর জখম

 

ওসি সাইদুর রহমান সাহেব ও পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহাজাহান আহমেদ এর জুটিটি যেভাবে একাত্ব হয়ে কাজ করছেন তার সুফল পাওয়া শুরু করেছে সকলে । 

 

 

Daily J.B 24 / বাগেরহাট/মোরেলগঞ্জ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ