
নিয়মানুসারে সঠিক সময়ে পুলিশী হেফাজত থেকে বিচারের জন্য মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুর রহমান গত সোমবার জাহাঙ্গীর হত্যা মামলার এজাহারভুক্ত ধৃত আসামী (১). মাহিম আলম ফরিদ(৪৫), পিতা-মৃত আঃ গনি হাওলাদার(২).আছিব ওরফে হাসিব(১৯), পিতা-মাহিম আলম ফরিদ, উভয় সাং-বারইখালী, পৌরসভা ২নং ওয়ার্ড,মোরেলগঞ্জ, হত্যার কাজে ব্যবহৃত চাকুসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করেছেন।
উক্ত আসামিদের জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ডের আবেদন করা হয়েছেে।
এই নৃশংস হত্যায় মোরেলগঞ্জবাসী যেমন ভীত ও সন্ত্রস্ত হয়েছিলো তেমনি দ্রুত পুলিশী তৎপরতায় ২৪ ঘন্টার আগেই দুজন পাষন্ড খুনীকে গ্রেফতার করায় জনমনে স্বস্তি ও থানা পুলিশের প্রতি বিশ্বাস ফিরে আসছে।
উল্লেখ যে, গত সোমবার বেলা ২ টার দিকে প্রণিসম্পদ অফিসের সামনে আকস্মিকভাবে অপর মোটরসাইকেল চালক ফরিদ জাহাঙ্গীর ও তার ছেলে কলেজছাত্র সাকিবকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা জকমী পিতা-পুত্রকে উদ্ধার করে মোরেলগঞ্জের ওপারে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিতা জাহাঙ্গীরকে মৃত ঘোষনা করে৷
বিস্তারিত পড়ুনঃ মোরেলগঞ্জ ঢালাই ব্রীজের গোড়ায় কুপিয়ে বাবাকে হত্যা- সন্তান গুরুতর জখম
ওসি সাইদুর রহমান সাহেব ও পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহাজাহান আহমেদ এর জুটিটি যেভাবে একাত্ব হয়ে কাজ করছেন তার সুফল পাওয়া শুরু করেছে সকলে ।
Daily J.B 24 / বাগেরহাট/মোরেলগঞ্জ
আপনার মতামত লিখুন: