
মোরেলগঞ্জে গতকাল চাঞ্চল্যকর বাইক চালক জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি প্রতিপক্ষ মোটরবাইক চালক ফরিদ শেখ (৩৮) ও তার ছেলে ২ নম্বর আসামি আসিফ শেখ দ্বয়কে আজ দুপুরে গ্রেফতার করেছে মোরেলগঞ্জ থানা পুলিশ।
হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার আগেই মঙ্গলবার দুপুর ২টার দিকে এই চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেফতার হওয়ায় প্রশংসায় ভাসছে পুলিশ। পুলিশের সদিচ্ছা থাকলে যে কোন দুর্ধর্ষ আসামিকেই পুলিশ যে তুলে আনতে পারে তার জ্বলজ্যান্ত প্রমাণ দিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহাজাহান আহমেদ।
মোরেলগঞ্জের ১৬ নঃ খাউলিয়া ইউনিয়নের অত্যন্ত প্রত্যন্ত গ্রাম খেজুরবাড়িয়ার একটি বাড়ির মুরগির খোপের ভিতর থেকে ফরিদকে হাই প্রোফাইল সোর্সের খবরে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।
ঐ সময়েই বাগানের ভিতরে লুকিয়ে থাকা তার ছেলে আসিফকেও একই সাথে গ্রেফতার করেছে পুলিশ।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাজাহান আহমেদের নেতৃত্বে একটি চৌকস টিম এই অপারেশনে অংশ নেয়।
ফ্ল্যাশব্যাক --
গতকাল দুপুর ২টার দিকে মোরেলগঞ্জ সদরের বাজারের ঢালাই ব্রীজের গোড়ায় গরু খাসির মাংসের দোকানের সামনে বাইকের সিরিয়াল নিয়ে বচসার জেরে সৃষ্ট ঝগড়ার ফলে মোটরবাইক চালক বারইখালী গ্রামের রশিদ হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফরিদ ও তার ছেলে। এসময় জাহাঙ্গীরের ছেলে সাকিবও গুরুতর রক্তাক্ত জখম হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সে এখন নিবিড় পর্যবেক্ষণে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
গ্রেফতারের পরে খেজুরবাড়িয়া গ্রাম থেকে সন্ন্যাসী খাউলিয়া এলাকা দিয়ে আসামিদেরকে নিয়ে যাওয়ার সময়ে শত শত কৌতুহলী মানুষ এই পাষন্ড খুনীদ্বয়কে একনজর দেখার জন্য হুমড়ি খেয়ে পরে।
Daily J.B 24 / অপরাধ
আপনার মতামত লিখুন: