• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

মোড়েলগঞ্জে প্রভাবশালীদের খালে দেয়া অবৈধ বাঁধ কাটা হলো আজ

স্টাফ রিপোর্টার মোস্তাফিজ রহমান লাকি
Daily J.B 24 ; প্রকাশিত: শুক্রবার, ০৮ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:৪৩ এএম
মোরেলগঞ্জ, বাগেরহাট,  খুলনা, প্রভাবশালী,  বাঁধ

 

বাগেরহাটের মোড়েলগঞ্জে অবৈধভাবে প্রভাবশালী ব্যক্তিদের খালে বাঁধ দেওয়া,বাঁধ কেটে পানি চলাচল উন্মুক্ত করলেন উপজেলা ভূমি কর্মকর্তাঃ

মোড়েলগঞ্জের তেলিগাতি ইউনিয়নে ৫ কিলোমিটার খালের অবৈধ বাঁধ কেঁটে জলপ্রবাহ ঠিক করলেন সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা  মো. আব্দুল মালেক। কার এই সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার বেলা ১২টায় এই সাহসী কাজটি স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা মিলে ভূমি কর্মকর্তার নেতৃত্বে সফলভাবে বাঁধ গুলো কেটে উন্মুক্ত করেন।

Joybangla24.live প্রতিনিধি জানান যে, তেলিগাতি গ্রামের ইছামতি নদীর প্রশাখা তেলিগাতি হয়ে হরগাতি অভিমুখী দড়াটানা নদীর সাথে সংযোগ ৫ কিলোমিটার এ খালটির বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে আটকে রেখে পানি চলাচল বন্ধ করে প্রভাবশালী মহল ব্যাক্তিসার্থে মৎস্য ঘের করে আটকে রেখেছিলো দীর্ঘদিন। 

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী কর্মকতার নির্দেশনায় দুটি স্থানে বাঁধ কেটে দিলেন সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা মো. আব্দুল মালেক।

এ সময় ইউপি চেয়ারম্যান মোরর্শেদা আক্তার, পুলিশের একটি টিম, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী নদী ও খাল বিল জলাশয় রক্ষার্থে ভূমি মন্ত্রণালয়ের ডেলটা প্রকল্পের মাধ্যমে আটকে থাকা খালগুলোর পানি চলাচল সুগম করা হবে।

প্রতিটি ইউনিয়নের অবৈধভাবে বাঁধ দিয়ে আটকে রাখা খালগুলো পর্যায়ক্রমে কেটে দিয়ে উন্মুক্ত করা হচ্ছে।

এতে করে মাছের অভয়ারণ্য সৃষ্টি হবে, মা মাছেরা নির্বিঘ্নে ডিম ছাড়তে পারবে,মাছের বংশ বৃদ্ধি দ্রুততর হবে,মানুষের খাদ্যের সংস্থান হবে। 

প্রশাষনের এমন উদ্যোগে স্থানীয় মৎস্যজীবি মানুষেরা আশার আলো দেখতে পারছে।

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ