
"মৌসুমি ঝড়ে কাঁপছে নেট দুনিয়া"
-ধ্রুব নয়ন
মৌসুমি ঝড়ে কাঁপছে নেট দুনিয়া-
দর্শক-ভক্তর চাপে সোস্যাল মিডিয়া!
শৈশবের এক কাপ, দুই কাপ, তিন কাপ চিনি-
মৌসুমি ঝড়ে লন্ডভন্ড ওমর সানি!
এক কাপ, দুই কাপ, তিন কাপ চা-
মৌসুমী ঝড়ে তছনছ শালমান শাহ!
অর্থবিত্ত, নাম,যশ-খ্যাতি সবই চাই-
চাই প্রভাবপতিপত্তি, আরও ক্ষমতা চায় হিয়া-
তাকিয়ে সব বেহায়া নির্লজ্জ........
যেমনটি ছিলো তারেক জিয়া!!!
সোস্যাল মিডিয়ায় মৌসুমি ঝড়ে-
কেউ লিখছে নিউজ আবার কেউ বা কবিতা,
ভিডিও ক্লিপ খুঁজছে অনেকে-
কেউ বোঝেনা মৌসুমি-সানী-খানের ব্যাথা!!!
১৩ জুন ২০২২ ইং
ঢাকা।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: