• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

যাত্রাবাড়ী টু শনিরআখড়া এই মিছিলে কি পেয়েছে বিএনপি জানা যায় নি

অন লাইন নিউজ ডেস্ক
Daily J.B 24 ; প্রকাশিত: সোমবার, ১১ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৪৩ পিএম
মশাল মিছিল , শনির আখড়া , যাত্রাবাড়ি , বিএনপি
ফাইল ছবি

ঈদের পরেরদিনই সন্ধ্যায় রাজধানীর শনিরআখড়া এলাকায় এ মশালের আলো জ্বলে ওঠে । সামনে জনাব রিজভী সহ কিছু বয়স্ক মানুষ দেখা গেলেও ২ সারি পরেই দেখাগেলো শনির আখড়ার কিছু রাস্তায় ঘুরে বেড়ানো চরিত্র । তার পিছনে মশাল নিয়ে ছূটছে গলির ধারের সেই ছেলেগুলো যাদের বয়স এখনও ১৮তে পা দেয়নি । পিছন দিক থেকে কয়েকজনকে টেনে ধরে জিজ্ঞাসা করা হলো , কিসের মিছিল ? তারা কথায় উত্তর না দিয়ে মুখ নেড়ে জানিয়ে দিলো , জানিনা। 

 

আসল ইস্যু -

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও গ্যাস বিদ্যুৎ এবং পানির দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি।

সোমবার (১১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শনিরআখড়া এলাকায় এ মশাল মিছিল বের করা হয়। এতে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী, যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা শিপন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা সঞ্জয় দে রিপন ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় রুহুল কবির রিজভী বলেন, বর্তমানে বাংলাদেশে শ্রীলঙ্কার সব অবস্থা বিদ্যমান দেখা যাচ্ছে। সরকারের সীমাহীন দুর্নীতির কারণে বারবার গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ছে। জনগণের টাকা লুট করতে এসব জিনিসের দাম বাড়াচ্ছে সরকার। 
দেশকে রক্ষা করতে হবে, এখনি সরকারকে বিদায় করতে হবে বলে রিজভী সাহেব মন্তব্য করতে থাকে । 

 

যাত্রাবাড়ী টু শনিরআখড়া এই মিছিলে কি পেয়েছে বিএনপি জানা যায় নি, তবে কিছু কেরোসিন তেলের ব্যয় তাদের করতে হয়েছে এবং গলির ধারের ছেলেগুলোকে ঈদের পরের দিনে হয়তো ১০ টাকা বেশি প্রদান করতে হয়েছে।  

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

বিভাগের জনপ্রিয় সংবাদ