• ঢাকা
  • রবিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  রবিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

যা ইচ্ছা তাই বলতে পারছেন -তবে সেটা যদি হয় শিষ্টাচার বহির্ভূত, দাঁতভাঙা জবাবই কাম্য ।

তৈমুর মল্লিক
Daily J.B 24 ; প্রকাশিত: বুধবার, ১৭ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:৪৮ পিএম
যা ইচ্ছা তাই বলতে পারছেন,   শিষ্টাচার বহির্ভূত, দাঁতভাঙা জবাব, কাম্য , রাজনীতি
ফাইল ছবি

হ্যাঁ, দেশে গণতন্ত্র আছে বলেই যা ইচ্ছা তাই বলতে শোনা যাচ্ছে চারদিকে , এমনকি এখনো যাদের আক্কেল মাড়ি জন্ম নেয়নি তারাও শেখ হাসিনার মতো রাজনৈতিক ব্যাক্তিত্বকে অশ্রাভ্য ভাষায় আক্রমন করতে ২য় বার ভাবছে না । আমরা হয়তো বলছি, সরকারকে যহাযত ব্যাবস্থা নিতে কিন্তু সরকার নিরব । তারমানেই হচ্ছে , সরকার আপনার বাঁক স্বাধীনতায় আঘাত করছে না । কিন্তু বাঁক স্বাধীনতা আর হেট স্পিস অত্যান্ত পাশাপাশি চলে । সামান্য এদিক ওদিক হলেই বাঁক স্বাধীনতা হেট স্পিসে রূপ নেয় ।

 

পৃথিবীর বিভিন্ন দেশে #বাঁক_স্বাধীনতা#হেট_স্পিস নিয়ে যে আইন আছে সেটা পড়ুন তাহলে বুঝতে পারবেন কতটা স্বাধীন ভাবে হেট স্পিসকে আমরা বাঁক স্বাধীনতা বলে চালিয়ে দেবার চেষ্টা করি ।

বর্তমান প্রেক্ষাপটে এটা পরিষ্কার #রাজনীতি নিয়ে দেশের সকল স্থানে গড়ে উঠেছে এক ধরণের হাম বড়মিয়া ভাবের চরিত্র । কেন্দ্রে বসে নেতারাই তাদের আশ্রয় পশ্রয় ও রক্ষাকর্তার ভূমিকা পালন করে । যাদের সঠিক শিক্ষার সাথে কোন সংযোগ নেই, সঠিক সংস্কৃতির চর্চানেই, রাষ্ট্র কি সেটাই জানেনা , আইন কি সেটাই বোঝেনা এক কথায় গোয়াড়তুমি যাদের একমাত্র সম্বল তারা ভুলেও কখনো নিজেরা জানার চেষ্টা করেনা কোনটা বাঁক স্বাধীনতা, কোনটা হেট স্পিস । সেই যোগ্যতাই তাদের নেই , যেই যোগ্যতা দিয়ে তারা বিভাজন বুঝবে জানবে । পারিবারিক ভাবেই বকে যাওয়া সন্তানদের অভয়ারণ্য এখন বাংলাদেশের রাজনীতি ।

 

তারা সেটাই শেখে ও জানে যেটা তাদের এলাকার বড় ভাইয়েরা ২০০ টাকা হাতে গুঁজে দিয়ে শেখায় ও জানায় । যাদের একমাত্র শিক্ষা - প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে আঘাত করো , ফেলে দাও রাস্তায় । ওরা এটা করতে পারলেই নিজেকে বড় ধরণের রাজনৈতিক কর্মি মনে করে , এবং আগামীতে কোন একদিন নেতা হবার স্বপ্ন দেখে । আর তখনই তাদের দরকার হয় অর্থনৈতিক সঙ্গতি । আর সেটা অবৈধ পথ ছাড়া কোন গতি নেই । অন্যকে ক্ষতি করা ছাড়া কোন উপায় থাকে না ।

কি করে তাদের নিকট বাঁক স্বাধীনতা ও হেট স্পিস আলাদা ভাবে ধরা দেবে ?

 

আর তাই বলতেই হচ্ছে - #বাঁক_স্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলছেন , তবে সেটা যদি হয় #শিষ্টাচার বহির্ভূত তবে তার দাঁত ভাঙা জবাব দিতে হবেই । অসভ্য ইতর শ্রেনির সাথে সাধুভাষায় আচরণ করলে সে আর নিজেকে আরো বড়ো কিছু ভেবে নেয় ।

 

সময় হয়েছে ফাইনাল রাউন্ডের খেলা - এখানে ডিফেন্স নয় -সরাসরি আক্রমণ হতে পারে শিষ্টাচার শেখাবার একমাত্র হাতিয়ার ।

 

মোঃ তৈমুর মল্লিক 

কলামিস্ট 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

সম্পাদকীয় বিভাগের জনপ্রিয় সংবাদ