
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার বলেছেন, আওয়ামী লীগ ও সরকার যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে ভীত নয় কারণ তারা সব সময় সংবিধান, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনকে সম্মান করে।
'এই ভিসা নীতি সঠিকভাবে বাস্তবায়িত হলে বিএনপির নেতা-কর্মীরা এর আওতায় আসার আশঙ্কা রয়েছে কারণ তারা সব সময় গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করে নির্বাচনী ব্যবস্থাকে ব্যাহত করার এবং সন্ত্রাসের নামে সাংবিধানিক রাজনীতিতে অচলাবস্থা সৃষ্টির চেষ্টা করে আসছে। নির্বাচন ঠেকানো,' তিনি বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এক লিখিত বক্তব্যে এ তথ্য জানিয়েছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা ‘খুনি-স্বৈরাচারী’ জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যা মিথ তৈরির চেষ্টা করছে।
তিনি বলেন, ‘মূলত এই জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধানকে ধ্বংস করেছেন।
তিনি বলেন, জিয়াউর রহমান সরকারী গোয়েন্দা সংস্থার মাধ্যমে একটি রাজনৈতিক দল গঠন করে পাকিস্তানপন্থী বাহিনীকে ক্ষমতায়ন করেছিলেন এবং সমস্ত "পাকিস্তানপন্থী রাজনীতিবিদ এবং যুদ্ধাপরাধীদের" স্থান দিয়েছিলেন।
'মহান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী পাকিস্তানি দর্শন চর্চা করা হয়েছিল। দিনের পর দিন আওয়ামী লীগের কার্যালয় তালা দিয়ে আওয়ামী লীগের রাজনীতি কার্যত নিষিদ্ধ করা হয়েছে,' বলেন ওবায়দুল কাদের।
'খুবই পরিতাপের বিষয় যে আজ বিএনপির কিছু নেতা তাদের দেউলিয়াত্ব এতটাই প্রকাশ করেছেন যে তাদের আর রাজনৈতিক সংগঠন বলা যায় না। জনগণকে আস্থা না রেখে বিএনপি নেতারা বিদেশি প্রভুদের মাধ্যমে ক্ষমতায় আসতে মরিয়া।'
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: