
আজ প্রধানমন্ত্রী তার পুত্র কন্যা সহ গাড়ি পথে পদ্মা সেতু পারি দিয়ে গোপালগন্জ গেছেন। যাওয়ার পথে পদ্মা সেতু তে দাঁড়িয়ে সেল্ফি তুলেছেন। ব্যাস... পদ্মা সেতুর নাট/বল্টু খুলে ফেলা বাঙ্গালী দের ট্রল করা শুরু। আইন সবার জন্যে সমান, পদ্মা সেতু তে সেল্ফি তোলা নিষেধ ইত্যাদি, ইত্যাদি।
পদ্মা সেতু তৈরীর জন্য তিনি ও তার পরিবার যে ষড়যন্ত্র ও মানসিক যন্ত্রনা সহ্য করেছেন, পদ্মা সেতু তে যে ছেলে টা হিসু করে, সে ও কি এক ই সমস্যা ফেস করেছে? তাকে কি আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে ডেকে নিয়ে হুমকি দিয়েছে? যে চ্যালেঞ্জ মোকাবিলা করে শেখ হাসিনা পদ্মা সেতু তৈরী তে অবিচল ছিলেন, পদ্মা সেতুর ইন্জিনিয়ারিং এ ভুল ধরা অকালপক্ক প্রজন্ম কি সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেছে?
শুধু পদ্মা সেতু না, পুরো দেশের কাজ নিয়ে প্রধানমন্ত্রী সকাল থেকে মধ্যরাত অবধি অক্লান্ত পরিশ্রম করেন, ট্রল করা পাঙ্গালী সেই কাজ করা তো দূরে থাক, অত রাত অবধি কাজ করার রেকর্ডই তো নেই। এই দেশের জন্য ট্রল প্রজন্মের পরিবারের কতজন সদস্য কে জীবন দিতে হয়েছে?
সবচেয়ে বড় কথা এই দেশ ও জাতির জন্যে মানসিকভাবে বিকারগ্রস্থ ট্রল প্রজন্মের সদস্য বৃন্দ কোন কাজ টা করেছেন?
প্রধানমন্ত্রীর পুত্র যে বিনা বেতনে বাংলাদেশের তথ্য প্রযুক্তি উন্নয়নে পথ দেখাচ্ছেন, যার হাত ধরে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এ পরীনত হয়েছে তার সাথেও কি আপনার তুলনা চলে? সজীব ওয়াজেদ জয় এর নিস্বার্থ পরিশ্রমের ফসল আজ হাতে হাতে ইন্টারনেট। পরপর দুই বছর করোনার আঘাতে যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তখন এই অনলাইন এর কারনে আমাদের ছাত্র ছাত্রী রা শিক্ষা থেকে বন্চিত হয় নাই। পুরো পৃথিবী তে ই যখন ব্যাবসা প্রায় স্থবির, সেখানে অনলাইন প্ল্যাট ফর্ম থাকার কারনে ক্ষুদ্র ও মাঝারি ব্যাবসায়ী রা নিজেদের পন্য কে ঐ সময়ে ও ক্রেতার দুয়ারে পৌঁছে দিতে পেরেছেন। একবার ভাবুন তো, তথ্য চুরি হয়ে যাওয়ার ভয়ে আপনার প্রধানমন্ত্রী ইন্টারনেট পরিসেবা নেয়া থেকে বিরত আছেন, তখন এই ধরনের উদ্ভূত পরিস্থিতি আপনি কি দিয়ে মোকাবিলা করতেন?
আইনের চোখে সবাই সমান, মানলাম। কিন্তু আমি আর আমার পরিবার যে বঙ্গবন্ধু ও তার পরিবারের ত্যাগ ও কর্মের সামনে কিছুই না এটা মেনে নেয়া মানে তাদের ত্যাগ কে সম্মান করা। এই টুকু নুন্যতম সম্মান দেয়ার মতো মানসিকতা ও আমাদের নেই।
অসভ্য মেধাবী প্রজন্ম যেখানে শিক্ষক কে পিটিয়ে মেরে ফেলে, শিক্ষকের গলায় জুতার মালা পরিয়ে উল্লাস করে, তাদের মধ্যে এই উদারতা আশা করি কিভাবে?
Daily J.B 24 / খোলা কলাম
আপনার মতামত লিখুন: