• ঢাকা
  • রবিবার, ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  রবিবার, ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ;   ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

রংপুরে সাত বছর বয়সী দুই ছেলেশিশুকে যৌন হয়রানি, গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক

অনলাইন নিউজ ডেস্ক
Daily J.B 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ০৫ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:১৭ পিএম
সমাকিতা , বলতকারকারী, যৌন হয়রানি , মাদ্রাসা শিক্ষক , মাদ্রাসা

আমির হামজা নামে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে রংপুরে সাত বছর বয়সি দুই ছেলে শিশুর সাথে সমকামিতার অভিযোগ উঠেছে । সেই সূত্র ধরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ । 

 

কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, গতকাল সোমবার (৪ জুলাই) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কাউনিয়া উপজেলার সনাতন গ্রামের সাত বছর বয়সী উক্ত দুই ছেলেশিশু স্থানীয় উম্মেহানি মডেল মাদরাসায় আরবি পড়ত। তারা সেখানেই বসবাস করতো । 

 

অভিযোগ রয়েছে ওই মাদরাসার শিক্ষক আমির হামজা বেশ কয়েকদিন যাবত শিশু দুটিকে যৌন হয়রানি করে আসছিলেন। দুদিন আগে এক শিশুর বড় ভাই ওই মাদরাসায় ছোট ভাইকে দেখতে যায়। সে সময় শিশুটি যৌন হয়রানির কথা তার ভাইকে জানায়। সেই সময়ে একই অভিযোগ করে আরও এক শিশু।

 

তারা জানায়, রাতের বেলায় হুজুর ঘরে ডেকে নিয়ে তাদের যৌন হয়রানি করত। বিষয়টি জানার পর এক শিশুর ভাই বাদী হয়ে কাউনিয়া থানায় রোববার নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পুলিশ ভোরে মাদ্রাসা শিক্ষক আমির হামজাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

 

এ ব্যাপারে  ওসি মাসুমুর রহমান জানান, আমির হামজা মাদ্রাসায় পড়তে আসা অনেক শিশুকে যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনায় মামলা হওয়ার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদ্রাসা শিক্ষক আমির হামজা  যৌন হয়রানির কথা স্বীকার করেছেন। 

সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

 

 

Daily J.B 24 / মাদ্রাসা শিক্ষা

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ