
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বুধবার তাদের তারকা লেগ-স্পিনার রশিদ খানকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।
ইনজুরিতে ভুগছেন রশিদ। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি ওয়ানডেতে (ওডিআই) অংশ নিতে পারেননি তিনি। বুধবার তিনি তৃতীয় ওয়ানডে খেলেছিলেন, কিন্তু এসিবি তাকে দলে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুগ্ধ করা রিস্ট স্পিনার নুর আহমেদকেও দলে রাখা হয়নি, মানে আফগানরা তুলনামূলকভাবে অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে ঢাকায় আসছে।
বাঁহাতি স্পিনার আমির হামজা, বাঁহাতি রিস্ট স্পিনার জহির খান এবং আনক্যাপড ১৯ বছর বয়সী লেগ-স্পিনার ইজহারুল্লাহ হক নাভিদ বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের স্পিন আক্রমণ গঠন করবেন।
১০ জুন ঢাকায় আসবে হাশমতুল্লাহ শহীদীর নেতৃত্বাধীন দলটি। তিন দিনের প্রশিক্ষণ ক্যাম্পের পর ১৪ জুন ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট।
টেস্ট শেষে দেশে ফিরবে আফগানিস্তান দল। তবে আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে ফিরবে আফগান দল।
আফগানিস্তান: হাশমতুল্লাহ শাহিদি (c), রহমত শাহ (vc), আফসার জাজাই (wk), ইকরাম আলীখাইল (wk), ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজহারুল হক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আবদুলরহিমজাই, ইয়ামিন আহমদজাই এবং নিজাত মাসউদ ।
বাংলাদেশ: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শাহাদাত হোসেন, মুসফিক হাসান ।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: