
বিএম মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং ভাষার মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩-১৪ ফেব্রুয়ারী সোমবার ও মঙ্গলবার রাজধানীর দারুস-সালামের গৈদ্দারটেকে প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে দুইদিনব্যাপী উক্ত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক বর্ষার সঞ্চালনায় ও প্রধান শিক্ষক এস এম এম শাহীনের সভাপতিত্বে বিশিষ্ট শিল্পপতি মোঃ আবু জামান উক্ত অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন এবং বিশিষ্ট শিল্পপতি মোঃ আনোয়ারুল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসময় প্রধান অতিথি তার দেয়া বক্তব্যে বলেন, বাংলা ভাষাকে বিশ্বের দরবারে আরও গুরুত্বপূর্ণ করে তুলতে আমাদের সর্বত্র বাংলার প্রয়োগ নিশ্চিত করতে হবে। একই সাথে তিনি কোরিয়া, জাপানের শিশুদের উদাহরণ টেনে বলেন, আমাদের বিজ্ঞানভিত্তিক কারিগরী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে পারলে কোরিয়া, চীন, জাপানের মতো বাংলাদেশ আরো দ্রুত এগিয়ে যাবে।
বিএম মডেল স্কুলের ভাষার মাসের আলোচনা সভা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় আরও বক্তব্যে রাখেন বিশিষ্ট সাংবাদিক শাহীনুর ইসলাম ধ্রুব নয়ন, সাংবাদিক মাহফুজুর রহমান দীপ্ত, বিশিষ্ট সমাজসেবক আব্দুর নুর, মোঃ কাজী মাসুদ চিশতী, প্রতিষ্ঠানটির শিক্ষকবৃন্দ প্রমুখ।
জেবি/খেলাধুলা
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: