• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

রাজাকার সন্তান ফখরুল সাহেব গণতন্ত্রের চৌকিদার!!

মেহেদী হাসান
Daily J.B 24 ; প্রকাশিত: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৩২ পিএম
মির্জা ফকরুল, রাজনীতি , প্রধানমন্ত্রী , শেখ হাসিনা , গণতন্ত্র বাংলাদেশ

 

কিংবদন্তী রাজাকারের বংশধর ২০০১ সাল থেকে ২০০৬ সাল অবধি তিনি ছিলেন কুম্ভকর্ণের বিছানায়। 

 

তিনি একবার যদি বিএনপির গণতন্ত্র চোখ মেলে দেখতেন তবে তার ঘোর কেটে যেত নিশ্চয়ই। 
জামাত বিএনপির গণতন্ত্র মানে গাছে ঝুলে রাখা খিজিরের লাশ। ভার্সিটির  হলে হলে হামলা আর রাতভর পায়ের রগকাটার নির্মম ইতিহাস! 


মহিমা পূর্ণিমার ধর্ষক ছাত্রদলের ক্যাডারদের হাতে ছিল গণতন্ত্র,  গণতন্ত্র ছিল পিতাপুত্রের ২২২ টুকরা লাশের ভিতর। বাশখালি আগুনে পোড়া লাশের ভিতর! 


গনতন্ত্র ছিল, ছাত্রদলের দুই গ্রুপের গোলাগুলিতে বুয়েটে তরূণির লাশের ভেতর। ২০০১ থেকে ২০০৬ সাল ৩৬ হাজার আওয়ামী নেতাকর্মীদের হত্যাকান্ডে, ২ লক্ষ নেতাদের বাড়িঘর ভেঙ্গে সমান করে দেয়ার নাম বিএনপির গণতন্ত্র। 


বিএনপির সুশাসন ছিল বাংলাভাই আর শায়খ আব্দুর রহমান ও সানির জঙ্গিবাদের মধ্যে, সর্বহারাদের উন্মাদনায় ছিল গণতন্ত্র। আত্রাই রাণীনগরে ৬২ জন নেতাকে জবাই করা, মুজিবর মাস্টার, আফজাল চেয়ারম্যান, নাটরের মজনুকে জবাই করে হত্যার নাম বিএনপির গণতন্ত্র। বিচারালয়ে বোমা মেরে বিচারপতিদের হত্যার নাম গণতন্ত্র।  সাংবাদিক বালু, গোপালকৃষ্ণ মুহরিকে অস্ত্র ঠেকিয়ে ব্রাশ ফায়ারের নাম গণতন্ত্র। মির্জা ফখরুলের আইনের শাসন মানে হল, ২১ আগস্ট গ্রেনেড হামলা করে ২৬ নেতাকর্মীদের প্রাণ নেতা, বিরোধী দলের নেতা শুন্য করার নাম, যেখানে ৫০০ নেতাকর্মী পঙ্গু হোন সেই হামলার নাম গণতন্ত্র,  বিএনপির ভোটের শাসন মানে হল ৫ বার দুর্নীতি তে বিশ্বচ্যাম্পিয়ন খেতাব।


বিদ্যুত, পানি, সার সংকটে জনগণের ফুসে উঠার নাম গণতন্ত্র।  পাবলিকের দাবড়ানিতেএমপি সালাউদ্দিননের দৌড়ের নাম গণতন্ত্র। 


বিএনপির গণতন্ত্র মানে গুলি করে আহসান উল্লাহ মাস্টারের বুকের তাজা রক্ত প্রবাহ আর শাহ এম এস কিবরিয়ার উপর বিভস্ম গ্রেনেড হামলা।


বিএনপির গণতন্ত্র মানে হল হাওয়া ভবনের লুটপাট আর বিদেশে পয়সা পাচার। একযোগে দেশের ৫০০ স্থানে বোমা হামলার নাম বিএনপির গণতন্ত্র। 


ছাতকের গ্যাস পুড়ে নাইকোর কাছ থেকে মোটা অংকের ঘুস খাওয়ার নাম গণতন্ত্র এবং দেশের স্বার্থ! গোর খোরক পিতার ছেলে থেকে হাজার হাজার কোটি টাকা ও ইন্ডাস্ট্রের মালিক হবার নাম গণতন্ত্র,  ত্রাণের টিন চুরি করে মাটিতে লুকিয়ে রাখার নাম গণতন্ত্র। খাদ্য ঘাটতি দেখিয়ে বিদেশি ভিক্ষা নেবার নাম গণতন্ত্র। মঙ্গার নাম, ভাঙ্গাচুরা রাস্তার নাম গণতন্ত্র! 


টোল আর চাঁদাবাজির নাম খাঁটি গণতন্ত্র। সর্বহারাদের ভয়ে পাবলিকের বাড়ি ঘর ছেড়ে ক্ষেতে মাঠে গিয়ে গাছতলায় ঘুমানোর নাম বিএনপির গণতন্ত্র। 


গণতন্ত্র মানে রাজাকারের হাতে পতাকার নাম। জঙ্গিবাদ আর মৌলবাদের সাথে ক্ষমতা ভাগাভাগির নাম গণতন্ত্র।।

 

-- মেহেদী হাসান।
যুবলীগ নেতা, জয়পুরহাট জেলা যুবলীগ। 
সাবেক ছাত্রলীগ নেতা, আদমদীঘি উপজেলা।

 

 

 

Daily J.B 24 / জয় বাংলা২৪ নিউজ ডেস্ক

বিভাগের জনপ্রিয় সংবাদ