• ঢাকা
  • শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

ঢাকা  শুক্রবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ;   ২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

রাষ্ট্রকে অজ্ঞ করে তোলার দায় জ্ঞানের নয় - অজ্ঞতাই ঘৃণার জন্ম দেয়

Ahasan Habib Mamun
Daily J.B 24 ; প্রকাশিত: শনিবার, ১৬ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:০১ পিএম
রাষ্ট্র ব্যাবস্থা ,  অজ্ঞতা ,  জ্ঞান ,  - অজ্ঞতা ,  ঘৃণা
প্রতীকী ছবি

সাবেক মিশরীয় রাষ্ট্রপতি আনোয়ার সাদাতের হত্যাকারীকে প্রশ্ন করেছিলেন বিচারক- "প্রেসিডেন্ট সাদাতকে কেন হত্যা করেছো তুমি?
হত্যাকারী জবাব দিয়েছিল- "কারণ সে সেক্যুলার ছিল।"
বিচারক তখনই পরের প্রশ্নটি করলেন- "সেক্যুলার মানে কী?"
হত্যাকারী জানালো- "আমি জানি না।"


একমাত্র মিশরীয় লেখক যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, (Naguib Mahfouz) নাগিব মাহফুজকে ছুরি মেরে হত্যা-চেষ্টাকারীর একজনকে প্রশ্ন করেছিলেন বিচারক- "নাগিব সাহেবকে তুমি ছুরিকাঘাত করেছ কেন?"
জবাবে সন্ত্রাসী বলেছিলো- "কারণ সে ধর্মবিরোধী 'চিলড্রেন অভ গেবালাবি' উপন্যাসটি লিখেছে।
বিচারক আগ্রহ দেখালেন- "উপন্যাসটি পড়েছ তুমি?"
অপরাধী জবাব দিয়েছিলো- "না।"


মিশরীয় সাহিত্যিক, (Farag Foda) ফারাজ ফাউদাকে হত্যাকারী সন্ত্রাসীটিকে বিচারক প্রশ্ন করেছিলেন- "ফারাজ ফাউদাকে মেরে ফেললে কেন?"
হত্যাকারী জবাব দিয়েছিল- "কারণ তার ঈমান নাই।"
বিচারক জানতে কৌতূহলী হলেন- "তুমি কিভাবে বুঝলে যে তাঁর ঈমান নেই?"
সন্ত্রাসীর জবাব ছিল- "তার বইগুলা পড়লেই সব বোঝা যায়।"


বিচারকের কৌতূহল বেড়ে গেলো- "তাঁর কোন্‌ বইটিতে তুমি তাঁর ঈমানহীনতার প্রমাণ পেলে?"
হত্যাকারী স্বীকার করলো- "বইয়ের নাম আমি জানি না। আমি পড়িনি ওসব।"
বিচারক বিস্মিত হলেন- "কেন পড়োনি?"
খুনীটি বলেছিলো- "আমি লিখতে-পড়তে জানি না।"


২০১৩ সালের ৫ই মে হেফাজত তান্ডবের সময় কোমলমতি মাদ্রাসা ছাত্রদের জিজ্ঞাসা করা হয়েছিলো কেন তারা এখানে এসেছে? জবাব ছিলো ব্লগারদের বিচার চাওয়ার জন্য।সাংবাদিক জিজ্ঞাস করেছিল ব্লগ কি?উত্তর ছিলো "ব্লগ দিয়ে ইন্টারনেট চালায়।"

 

  • পাদটীকাঃ চাঁদে সাইদীকে দেখতে পাওয়া,পদ্মা সেতুতে  জোড়াতালি দেওয়া,পদ্মা সেতুতে কল্লা,করোনার টিকায় গো-মুত্র,বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে গুজব ও মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করা থেকে হালের পদ্মাসেতুর টোলের পর পদ্মা সেতুতে কাল্পনিক দূর্নীতির অভিযোগ!!!

 

আসলে ঘৃণা কখনোই জ্ঞানের মাধ্যমে ছড়ায় না।


ঘৃণা ছড়িয়ে পড়ে অজ্ঞতার মাধ্যমে।সমাজ,রাস্ট্র তথা জাতি এই অজ্ঞতার খেসারত,অজ্ঞ করে রাখার খেসারত এভাবেই দেয়,এভাবেই দিয়েছে,এভাবেই দিয়ে যাবে আর কতদিন ???

 

 

 

Daily J.B 24 / নিউজ ডেস্ক

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ