
মৎস্যসস্পদ বৃদ্ধিতে শনিবার থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত দেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ দেওয়া হয়েছে । ৬৫ দিনের জন্য বহাল থাকবে এই নিষেধাজ্ঞা ।
দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্যসস্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আচরণের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
মৎস্য অধিদপ্তরের উপপ্রধান ( সামুদ্রিক শাখা ) মুহাম্মদ তানভীর হোসেন চৌধুরী বলেন, সাগরে মাছ সংরক্ষণ ও প্রজননের জন্য এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে । ২০ মে শনিবার থেকে সাগরে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে । ২০১৪ সাল থেকে এই কার্যক্রম চলমান ।
মাছ ধরার নিষেধাজ্ঞাকালীন নিবন্ধিত জেলেদের প্রত্যেককে ৮৬ কেজি করে চাল দেওয়া হবে ।
১১ মে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে একটি সভা অনুষ্টিত হয় । সেখানে মন্ত্রী বলেন, সামুদ্রিক মাছের প্রধান প্রজননকালে ৬৫ দিন সাগরে মাছ ধার বন্ধ কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে মাছের নির্বিঘ্নে প্রজনন নিশ্চিত করে মৎস্যসস্পদ বৃদ্ধি করা । এ সময় সব বাণিজ্যিক মৎস্য ট্রলারের সমুদ্রে যাওয়া বন্ধ রাখা হবে । যান্ত্রিক ও আর্টিসানাল মৎস্য নৌযান ঘাটে বাঁধা থাকবে ।
স্থানীয় প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনী মাছ ধরা বন্ধ রাখার কাজে সহায়তা করবে।
Daily J.B 24 / নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: